কলকাতার (Kolkata) ঐতিহ্যবাহী টুর্নামেন্ট (Football Tournament) আইএফএ শিল্ড (IFA Shiled) ফিরছে চার বছর পর। ৮ অক্টোবর থেকে শিল্ড আয়োজনের পরিকল্পনা নিয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA)। তবে শুরু হওয়ার আগে থেকেই এই টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। কলকাতার তিন প্রধান ক্লাবের মধ্যে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohunbagan SG) ও মহামেডান (Mohammedan SC) এখনও পর্যন্ত অংশগ্রহণ নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি (Kolkata Football News)। অন্যদিকে, ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা খেলবে না। ফলে, ছয় দলের শিল্ড আয়োজন নিয়ে যথেষ্ট চিন্তায় আয়োজক সংস্থা (Bengali Sports News)।
প্রথমে ঠিক হয়েছিল, তিনটি আইএসএল দল মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল (East Bengal FC), মহামেডান এবং তিনটি আই লিগ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের আইএফএ শিল্ড। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছিলেন, “তিনটি আইএসএল এবং তিনটি আই লিগ দলকে নিয়ে শিল্ড আয়োজন করব। ডায়মন্ড হারবার পাবে অগ্রাধিকার। বাকি দুই দলের নাম দ্রুত জানানো হবে।” তবে সেই পরিকল্পনা এখন কার্যত মুখ থুবড়ে পড়ার পথে।
ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ও গোকুলাম কেরালা শিল্ড খেলতে রাজি হয়েছে। তবে প্রশ্ন উঠে গেছে বাকি চার দলের অংশগ্রহণ নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি। তবে তাদের সমর্থকরা আইএফএফের কাছে আবেদন করে শিল্ডে মোহনবাগানের অংশগ্রহণের জন্য সময় চেয়েছেন। সেই আবেদনের ভিত্তিতে আইএফএ সচিব দু’দিন সময়সীমা বাড়িয়েছেন।
অন্যদিকে, মহামেডান স্পোর্টিং বুধবার বিকেলে বৈঠক করে সিদ্ধান্ত নেয়, তারা শিল্ড খেলবে না। যদিও তারা আইএফএকে শনিবার পর্যন্ত সময় চেয়েছে সিদ্ধান্ত জানাতে। এর আগেই আইএফএ সচিব ফোনে কথা বলেন মহামেডান কর্তাদের সঙ্গে। তার পরেও আশার আলো জ্বলছে না। একইভাবে ডায়মন্ড হারবার এফসি সরকারিভাবে জানিয়ে দিয়েছে, তারা শিল্ডে অংশ নেবে না।
এই পরিস্থিতিতে আইএফএ অন্যান্য বিকল্প খুঁজছে। বেঙ্গালুরু এফসি ও পাঞ্জাব এফসির সঙ্গে আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত সেই দিক থেকেও কোনো ইতিবাচক উত্তর আসেনি। আয়োজকদের দাবি, একাধিক ভালো দলের সঙ্গে কথা চলছে এবং নির্ধারিত সময়েই শিল্ড শুরু হবে।
তবু প্রশ্ন থেকেই যাচ্ছে। কলকাতার তিন প্রধান ক্লাবের মধ্যে দুই দল খেলবে না বা নিশ্চিত নয়। এহেন পরিস্থিতিতে ঐতিহ্যবাহী শিল্ড তার আগের মর্যাদা কতটা ধরে রাখতে পারবে? ফুটবলপ্রেমীদের অনেকেই মনে করছেন অনাগ্রহ শুধুই ক্লাবের নয়, বরং পরিকল্পনার ঘাটতিও রয়েছে। সময় থাকতে যদি নিশ্চিত দল তালিকা ও সূচি তৈরি না হয়, তাহলে বড় দলগুলি এড়িয়ে যাবে, সেটাই স্বাভাবিক।
IFA shiled 2025 Mohunbagan SG & Mohammedan SC doubt Diamond Harbour FC out Football Tournament