আইএফএ শিল্ডে কতজন বিদেশি খেলাতে পারবে দল গুলি? জানুন

বহু আলোচনার পর ফিরছে আইএফএ শিল্ড (IFA Shield 2025)।   প্রায় বছর চারেকের বিরতির পর ফের শুরু হতে চলেছে এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট। গত সপ্তাহের শেষের…

ifa-shield-2025-foreign-players-rule-6-registered-4-starting-east-bengal-mohun-bagan kolkata24x7 Sports News

বহু আলোচনার পর ফিরছে আইএফএ শিল্ড (IFA Shield 2025)।   প্রায় বছর চারেকের বিরতির পর ফের শুরু হতে চলেছে এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট। গত সপ্তাহের শেষের দিকে এই নিয়েই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশনের দফতরে। সেই আলোচনার পরেই জানা গিয়েছিল যে আগামী ৮ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্ট। যেখানে অংশগ্রহণ করবে কলকাতা ময়দানের তিন প্রধান তথা ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়াও শোনা গিয়েছিল ডায়মন্ড হারবার এফসি থাকবে বাংলা থেকে।

পাশাপাশি দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইলিগের থেকে দুইটি দলকে আমন্ত্রণ জানানো হবে এই টুর্নামেন্টের জন্য। সেক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করেছিল দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালায় এফসি এবং রিয়াল কাশ্মীরের নাম। যদিও সেই সময় কোনও চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি। কিন্তু ঠিক কতজন করে বিদেশি ফুটবলার খেলাতে পারবে অংশগ্রহণকারী প্রত্যেকটি ফুটবল দল সেই নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার পর পরিষ্কার হয়ে গিয়েছে সেই বিষয়টি। সোমবারের বৈঠকের পর ঠিক কতজন বিদেশি ফুটবলারদের খেলানো যাবে এই টুর্নামেন্টে সেটি জানিয়ে দিয়েছে বঙ্গীয় ফুটবল ফেডারেশন।

   

সেই অনুযায়ী এই শিল্ডের জন্য মোট ছয় জন বিদেশি ফুটবলারকে নথিভুক্ত করতে পারবে প্রত্যেকটি ফুটবল দল। কিন্তু তাঁদের মধ্যে মোট চারজন বিদেশি খেলোয়াড়কে প্রথম একাদশে রেখে ম্যাচ শুরু করতে পারবে প্রত্যেকে। পরবর্তীতে প্রয়োজন অনুসারে খেলোয়াড় পরিবর্তন হিসেবে অন্যান্য বিদেশী ফুটবলারদের নামাতে পারবে প্রতিটি ক্লাব। যারফলে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের মতোই এবার প্রথম থেকেই জমজমাট হতে পারে এই শিল্ড। তবে এবার প্রথম থেকেই শহরের বিভিন্ন স্টেডিয়ামে আয়োজন করতে হবে ম্যাচ গুলি।

Advertisements

আসলে ইচ্ছে থাকলেও আগামী ১৫ ই অক্টোবর পর্যন্ত ময়দানে কোনও ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। সেই সময় সেনাবাহিনীর দায়িত্ব থাকায়। যুবভারতী, কিশোর ভারতী, নৈহাটি বঙ্কিমাঞ্চল এবং বারাকপুরের মতো স্টেডিয়াম গুলিতে আয়োজিত হবে প্রতিটি ম্যাচ।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News