সায়ন সেনগুপ্ত, কলকাতা: ভারতীয় ক্লাব ফুটবল নিয়ে এবার জমজমাট অক্টোবর। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পরিকল্পনা অনুযায়ী আগামী মাসের শেষেই শুরু হতে চলেছে সুপার কাপ। সেই নিয়ে বেশ কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বেশ কিছু ফুটবল ক্লাব। তবে এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্টের আগেই আরও এক ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের সাক্ষী থাকতে চলেছে বাংলা। বঙ্গীয় ফুটবল ফেডারেশন তথা আইএফএ এর পরিকল্পনা ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সম্মতির ভিত্তিতে প্রায় চার বছর পর কলকাতা ময়দানে ফিরতে চলেছে আইএফএ শিল্ড (IFA Shield 2025)।
গত কয়েকদিন আগে ঠিক তেমনটাই জানিয়েছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। সেই অনুযায়ী মোট ছয়টি দলকে নিয়ে আয়োজিত হওয়ার কথা ছিল এই ঐতিহাসিক টুর্নামেন্টের। যেখানে কলকাতা ময়দানের তিন প্রধান তথা ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের যোগদানের কথা উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। এছাড়াও জানা গিয়েছিল যে বাংলার আরেক ফুটবল ক্লাব তথা ডায়মন্ড হারবার এফসির কথা। এছাড়াও বলা হয়েছিল যে আইলিগ থেকে আনা হতে পারে দুইটি দলকে। যাদের মধ্যে শোনা যাচ্ছিল গোকুলাম কেরালা এফসি এবং রিয়াল কাশ্মীরের নাম।
গত ২২শে সেপ্টেম্বর এই টুর্নামেন্ট সংক্রান্ত বিষয় নিয়েই বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশনের দফতরে। সেখানে প্রথম থেকেই সক্রিয় থাকতে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গল দলকে। তবে বাকি দুই প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের অংশগ্রহণ নিয়ে দেখা গিয়েছিল ধোঁয়াশা। এছাড়াও ডায়মন্ড হারবারের প্রতিনিধি দল উপস্থিত থাকলেও খেলোয়াড়দের পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা ও উঠে এসেছিল তাঁদের তরফে। কিন্তু এসবের মাঝেই এবার শোনা যাচ্ছে নয়া তথ্য।
বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, দলের অধিকাংশ ফুটবলার ছুটিতে থাকায় এবারের আইএফএ শিল্ডে কার্যত দল নামানো সম্ভব নয় ডায়মন্ড হারবার এফসির পক্ষে। যারফলে এই টুর্নামেন্টে খেলছে না বাংলার এই দল। এছাড়াও অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের তরফে ও এখনও পর্যন্ত জানানো হয়নি টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি। যারফলে কিছুটা হলেও চিন্তা থাকছে সমর্থকদের। পাশাপাশি মহামেডান স্পোর্টিং ক্লাবের তরফে বুধবার পর্যন্ত কিছু না জানানো হলেও বৃহস্পতিবার বিকেলের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা শোনা গিয়েছে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
