Joydeep Mukherjee has resigned: পদত্যাগ করলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়

IFA Secretary Joydeep Mukherjee has resigned

আইএফএতে (IFA) শীৰ্ষ কর্তাদের মধ্যে প্রবল গোষ্ঠী দ্বন্ধের কথা আমরা লিখেছিলাম ৯ মে একটি প্রতিবেদনে। সেখানে জানিয়েছিলাম জুনেই পদত্যাগ করতে পারেন সচিব জয়দীপ মুখোপাধ্যায় ( Joydeep Mukherjee)। জুন পর্যন্ত অপেক্ষা করতে হল না। বৃহ:স্পতিবার সন্ধ্যের সময় পদত্যাগ করলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়।

Advertisements

অবশ্য বৃহ:স্পতিবার সারাদিন কেউই টের পাননি সচিব যে পদত্যাগ করতে চলেছেন। সকাল বেলা বাংলা দলের অনুশীলনে পৌঁছে গিয়েছিলেন অন্যদিনের থেকেও অনেকটা আগে। অনুশীলন শেষে কোচ, ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন। যেহেতু শুক্রবার সন্তোষট্রফি রানার্স দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল কিশোরভারতী স্টেডিয়ামে, তাই ফুটবলারদের উদ্বুদ্ধ করেছেন।

এই সংক্রান্ত প্রতিবেদন: আইএফএ এখন গোষ্ঠীদ্বন্দ্বের অন্য নাম নয়তো?

Advertisements

তারপর মোহনবাগান তাঁবুতে বাংলা দলের সংবর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন(এদিন সন্তোষ ট্ৰফি রানার্স হওয়ার জন্য বাংলা দলকে সংবর্ধনা দিল মোহনবাগান, সেই সংবর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন জয়দীপ।) কিন্তু বিকেলেই ছবি বদলে গেল। চেয়ারম্যান সুব্রত দত্ত ও আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়কে ইমেল করে নিজের পদত্যাগ পত্র দিয়ে দেন। জানা গিয়েছে। তার পদত্যাগ ১৫ জুন থেকে কার্যকর হবে। এতদিন পর্যন্ত সচিবের কাজ করে যাবেন তিনি।

IFA Secretary Joydeep Mukherjee has resigned
আজই বৃহস্পতিবার মোহনবাগান মাঠে বাংলা দলের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জয়দীপ

কেন হঠাৎ পদত্যাগ। ময়দানের কর্তারা অবশ্য বলছেন এটা হওয়ারই ছিল। গোষ্ঠীদ্বন্ধ যে পর্যায়ে পৌঁছেছিল তাতে মুখে না বললেও নতুন কোষাধক্ষের সঙ্গে মতের মিল হচ্ছিল না সচিবের। তবে জয়দীপের পদত্যাগ নাটক এই প্রথম নয়। এর আগেও একবার পদত্যাগ করেছিলেন সচিব পদ থেকে। তবে কিছুদিন পরে পদত্যাগ প্রত্যাহার করে ফের সচিবের পদে ফিরে এসেছিলেন। ময়দান বলছে এবার সেই সম্ভাবনা নেই।ঘনিষ্ঠ মহলে জয়দীপ জানিয়েছেন ব্যাক্তিগত কারনেই তিনি সরে গেলেন। কিন্তু ময়দান বলছে আইএফএ তে এতটাই কোনঠাসা হয়ে গিয়েছিলেন তিনি যে নির্বাচন হলে তার গোষ্ঠী জিততে পারতনা। পরিস্থিতি খারাপ বুঝেই সরে গিয়েছেন তিনি।