আসন্ন কলকাতা প্রিমিয়ার লিগের (CFL 2025) প্রস্তুতির অঙ্গ হিসেবে এক বিশেষ রিফ্রেশার ওয়ার্কশপের আয়োজন করল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA)। বৃহস্পতিবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ওয়ার্কশপে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ পরিচালনা করা রেফারি, অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং চতুর্থ রেফারিদের উপস্থিতিতে ফুটবল ম্যাচের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বিশদ আলোচনা করা হয়।
ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল রেফারিদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও মাঠে বাস্তব পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানোর দক্ষতা উন্নত করা। সদ্যসমাপ্ত ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ম্যাচগুলোর ভিডিও ক্লিপ দেখিয়ে, বিভিন্ন বিতর্কিত মুহূর্তে রেফারিদের নেওয়া সিদ্ধান্ত বিশ্লেষণ করে তা থেকে শিক্ষাগ্রহণের ওপর জোর দেওয়া হয়।
ইংল্যান্ড সফরের দলে চমক বিশেষ চমক বোর্ডের! বাদ পড়ছেন এই ক্রিকেটার
এই কর্মশালার নেতৃত্বে ছিলেন সর্ব ভারতীয় ফুটবল সংস্থার (AIFF) চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটেল, ন্যাশনাল রেফারি ম্যানেজার রাহুল কুমার গুপ্ত এবং এআইএফএফের ভিডিও অ্যানালিস্ট আশুতোষ সুরেশ খালে। এছাড়া, পূর্ব ভারতের জোনাল রেফারি ডেভেলপমেন্ট অফিসার পীযূষ বিশ্বাসও এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন আইএফএ রেফারি কমিটির বিভিন্ন সদস্যও।
এই ধরনের রিফ্রেশার ওয়ার্কশপের মাধ্যমে মাঠে রেফারিদের আরও আত্মবিশ্বাসী, স্পষ্ট ও ন্যায্য সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলা যায় বলেই মনে করছেন কর্তৃপক্ষ। আইএফএ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করে রেফারিং মান উন্নয়নের প্রক্রিয়াকে জারি রাখা হবে।
জামশেপুরের বিপক্ষে স্বপ্নপূরণের পথে গোয়ার ছেলে ব্রিসন!
কলকাতা প্রিমিয়ার লিগ শুরুর আগেই এই উদ্যোগ মাঠে আরও ভালো মানের খেলা উপহার দিতে সহায়ক হবে বলেই আশা করা যায়।