গতবছরের ভাগ্য ঝুলছে আদালতে, কলকাতা লিগের নয়া নিয়মে সিলমোহর দিল IFA

আসন্ন মরসুম থেকে কলকাতা লিগে (CFL 2025) ভূমিপুত্র ফুটবলার (Bhumiputra Footballer) খেলানোর নিয়মে গুরুত্বপূর্ণ বদল আনল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ (IFA)। বহুদিন ধরেই এই…

IFA introduce new rule regarding Bhumiputra Footballer for CFL 2025

আসন্ন মরসুম থেকে কলকাতা লিগে (CFL 2025) ভূমিপুত্র ফুটবলার (Bhumiputra Footballer) খেলানোর নিয়মে গুরুত্বপূর্ণ বদল আনল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ (IFA)। বহুদিন ধরেই এই বিষয়ে আলোচনা চলছিল। এবার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সেই প্রস্তাবেই সিলমোহর দিল সংস্থা। ফলে আগামী সিজন থেকে কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশনে প্রথম একাদশে পাঁচজন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক করা হল।

এর আগে, গত মরসুম পর্যন্ত এই সংখ্যা ছিল চার। তবে নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি ক্লাবকে কমপক্ষে পাঁচজন ভূমিপুত্র খেলাতেই হবে মূল একাদশে। শুধু তাই নয়, দলগুলিকে যে ৪০ জন ফুটবলারের তালিকা জমা দিতে হবে, তাতে ন্যূনতম ১৫ জন ভূমিপুত্র থাকা আবশ্যিক।

   

বিরাট-রোহিতের অবসরে ইংল্যান্ড সফরে প্রত্যাবর্তন দুই তারকা প্রাক্তনীর!

আইএফএ সচিব জানিয়েছেন, “আমরা বাংলা ফুটবলের উন্নতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। ক্লাব প্রতিনিধিদের সঙ্গেও দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছনো হয়েছে। ফুটবলারদের পরিচয় ও জন্মস্থান যাচাইয়ে আমরা যথেষ্ট কড়াকড়ি করব। কোনও রকম জালিয়াতি হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

নতুন নিয়ম অনুযায়ী, “ভূমিপুত্র” বলতে শুধুমাত্র বাঙালি ফুটবলার নয়, এমন সমস্ত খেলোয়াড়দের বোঝানো হয়েছে যাঁরা পশ্চিমবঙ্গে জন্মেছেন বা দীর্ঘদিন ধরে এই রাজ্যে বসবাস করছেন এবং এখানকার ক্লাব বা ফুটবল অ্যাকাডেমির মাধ্যমে উঠে এসেছেন। এর ফলে বাংলা ফুটবলের সম্ভাবনাময় প্রতিভাদের সামনে আরও বেশি সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

আইপিএলে বড় ধাক্কা দিল্লির, তারকা ক্রিকেটারকে নিয়ে টানাপোড়েনে দল

নতুন সিজনে আর একটি বড় পরিবর্তন দেখা যাবে লিগ ফরম্যাটে। এবার প্রিমিয়র ডিভিশনে অংশগ্রহণকারী ২৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি দল উঠবে সুপার সিক্সে। তবে আগের মত এবার আর সুপার সিক্সে সব দল একে অপরের বিরুদ্ধে খেলবে না। একই গ্রুপ থেকে উঠে আসা দলগুলির মধ্যে কোনও ম্যাচ হবে না। এর ফলে সুপার সিক্সে মোট ৯টি ম্যাচ হবে।

আইএফএ সূত্রে জানা গিয়েছে, কলকাতা লিগ ২৫ জুন থেকে শুরু হচ্ছে এবং দুর্গাপুজোর আগেই লিগ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। সচিব বলেন, “পুজোর আগে লিগ শেষ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তার জন্য প্রয়োজন হলে অতিরিক্ত মাঠ ভাড়া নেওয়া হবে এবং সময়মতো ম্যাচগুলি আয়োজন করা হবে।”

এদিকে, এখনও পর্যন্ত গত বছরের লিগ চ্যাম্পিয়নশিপের ভাগ্য নির্ধারিত হয়নি। সেই বিষয়টি আদালতের বিচারাধীন থাকলেও, আইএফএ জানিয়েছে নতুন মরশুম শুরুর ক্ষেত্রে কোনও আইনি জটিলতা নেই। নতুন নিয়ম এবং ফরম্যাট ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।

KKR ম্যাচের আগেই ‘বিরাট’ সুখবর কোহলিদের

উল্লেখ্য, গত দু’বছর ধরে কলকাতা লিগে বিদেশি ফুটবলারদের অংশগ্রহণ বন্ধ রয়েছে। সম্পূর্ণ ভারতীয় ফুটবলারদের নিয়েই খেলা হচ্ছে। ফলে রাজ্যের খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি হয়েছে এবং সেই সুযোগকে আরও সম্প্রসারিত করতেই আইএফএ এবার ভূমিপুত্র খেলানোর নিয়মে আরও কড়াকড়ি আনছে।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বরাবরই কলকাতা লিগে কেবলমাত্র ভূমিপুত্র খেলানোর পক্ষপাতী। যদিও বাস্তবতা এবং লিগের মান রক্ষা করতে গিয়ে আইএফএ সম্পূর্ণভাবে সেই প্রস্তাব কার্যকর করতে পারছে না। তবে এবার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে বাংলা ফুটবলের ভবিষ্যতের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এখন দেখার বিষয়, ক্লাবগুলি কীভাবে এই নতুন নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নেয় এবং বাংলার উঠতি প্রতিভাদের মধ্যে কে কে উঠে আসে রাজ্য ফুটবলের প্রধান মঞ্চে। সবমিলিয়ে আসন্ন মরশুমের কলকাতা লিগ ঘিরে রাজ্যজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনার পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে।