Santosh Trophy: সন্তোষের ব্যর্থতা খুঁজতে নয়া কমিটি, অশান্তি আইএফএ’র অন্দরে

সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) বাংলার খারাপ পারফরম্যান্সে আশা হত হয়েছেন সকলেই। এবারের দলকে ঘিরে ব্যাপক প্রত্যাশা দেখা গেলে ও শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরতে হয়েছে সকলকে।

Santosh trophy bengal

সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) বাংলার খারাপ পারফরম্যান্সে আশা হত হয়েছেন সকলেই। এবারের দলকে ঘিরে ব্যাপক প্রত্যাশা দেখা গেলে ও শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরতে হয়েছে সকলকে। এবছর গ্রুপ স্টেজেই লজ্জাজনক ভাবে হেরে বিদায় নিতে হয়েছে বাংলার ফুটবল দলকে। যা নিয়ে প্রবল সমালোচনা দেখা গিয়েছে ফুটবল মহলে। তাই গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের বিশেষ সেল পূর্বেই গঠন করেছিল আইএফএ। এবার সেই নিয়েই চরম অশান্তি দেখা দিল আইএফএ’র অন্দরে।

এক্ষেত্রে সমস্যা সমাধান করার জন্য বিশেষভাবে দায়িত্ব প্রদান করা হয়েছিল ময়দানের অন্যতম তিন পরিচিত মুখ মনোরঞ্জন ভট্টাচার্য, সঞ্জয় সেন ও দেবজিত ঘোষ কে। যাতে এই তিন নক্ষত্রের হাত ধরে বাংলা তার হারানো গৌরব পুনরায় ফিরে পেতে সক্ষম হয়। তবে আলোচনার শুরুতেই দেখা দিল একঝাঁক সমস্যা। আলোচনার প্রথম দিনেই মেহতাব হোসেন ও অর্নব মন্ডল, থেকে শুরু ডেনসন দেবদাসের মতো খেলোয়াড়দের ও ডাকা হয়েছিল আইএফএ অফিসে। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। আলোচনার প্রথম দিকেই সহ সভাপতিদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়ে যায় আইএফএ সচিবের।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

যারফলে হঠাৎ ই আলোচনা ছেড়ে উঠে চলে যান সহ সভাপতি সৌরভ পাল। যারফলে তৈরি হয় বিশৃঙ্খলা। তবে প্রাক্তন খেলোয়াড়দের তরফ থেকে বিভিন্ন জেলার নামকরা লিগ থেকে খেলোয়াড় তুলে আনার পাশাপাশি স্কুল ফুটবলের উপরে ও বাড়তি নজর দেওয়ার কথা জানানো হয়। সেইসঙ্গে সরকারের অধিক সক্রিয়তার কথা ও শোনা যায়। এরপরেই আইএফএ’র আরেক সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, সরকারের অনুদান প্রসঙ্গে কন্যাশ্রী কাপ ও জেলার লিগের উল্লেখ করেন। সেখানে কন্যাশ্রী কাপের পরিচালনার কথা তুললে ও জেলা লিগ নিয়ে আইএফএ’র নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি।

এসবের মধ্যেই সহ সভাপতি সৌরভ পাল বলেন, প্রাক্তন খেলোয়াড়দের সঙ্গে এই নিয়ে আলোচনা হবে সেগুলি আগে থেকে জানানো উচিত ছিল আইএফএ’র তরফে। সেই সাথে বিশ্বজিৎ ভট্টাচার্য কে আড়ালে রাখার অভিযোগ উঠে আসে তার তরফ থেকে। যারফলে আলোচনা ভেস্তে যাওয়ার পরিস্থিতি দেখা দেয় এক নিমেষে। সেইসাথে অর্নবদের উঠে যাওয়ায় তা আরো জোড়াল হয়ে ওঠে। যারফলে সন্তোষ ট্রফি কে কেন্দ্র করে বর্তমানে ডামাডোল পরিস্থিতি দেখা দিয়েছে আইএফ’এর অন্দরে।