Paulmi Adhikari: ফুড ডেলিভারি গার্ল ফুটবলার পৌলমীর পাশে এগিয়ে এল আইএফএ

Paulmi Adhikari
মহিলা ফুটবলার পৌলমী অধিকারীর সঙ্গে দেখা করলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত"

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি খাদ্য সংস্থায় ডেলিভারি পার্টনার মহিলা ফুটবলার পৌলমী অধিকারী (Paulmi Adhikari) আইএফএ (IFA) সচিবের আহ্বানে শুক্রবার দেখা করলেন আইএফএ সচিব অনির্বাণ দত্তের সঙ্গে। উপস্থিত ছিলেন আইএফএ র সভাপতি অজিত বন্দোপাধ্যায় এবং আদিত্য স্কুল অফ স্পোর্টসের কর্ণধার অনির্বাণ আদিত্য।

তাঁরা পৌলমীর সঙ্গে বেশ কিছুক্ষন কথা বলে তাঁর সমস্যা সম্পর্কে অবহিত হন। তাঁকে তাদের সংস্থায় যোগ দিয়ে কাজ করার পাশাপাশি খেলা চালিয়ে যাসামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি খাদ্য সংস্থায় ডেলিভারি পার্টনার মহিলা ফুটবলার পৌলমী অধিকারী আইএফএ সচিবের আহ্বানে শুক্রবার দেখা করলেন আইএফএ সচিব অনির্বাণ দত্তের সঙ্গে।

   

agnimitra paul

উপস্থিত ছিলেন আইএফএ র সভাপতি অজিত বন্দোপাধ্যায় এবং আদিত্য স্কুল অফ স্পোর্টসের কর্ণধার অনির্বাণ আদিত্য। তাঁরা পৌলমীর সঙ্গে বেশ কিছুক্ষন কথা বলে তাঁর সমস্যা সম্পর্কে অবহিত হন। তাঁকে তাদের সংস্থায় যোগ দিয়ে কাজ করার পাশাপাশি খেলা চালিয়ে যাওয়ার প্রস্তাব দেন।

পৌলমী এই প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তার জন্য চার-পাঁচ দিন সময় চেয়েছেন। পরে সচিব জানান, এই প্রস্তাব তাঁর পক্ষে সুবিধাজনক না হলে আরও কিছু সংস্থার সঙ্গে তাঁর কর্মসংস্থান ও খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে কথা বলা হবে। পৌলমী আইএফএ-কে ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানিয়েছেন এইভাবে তাঁর পাশে দাঁড়ানোর জন্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন