কলকাতা ফুটবল লীগে মোহনবাগানের বাতিল ম্যাচের নতুন তারিখ

সবুজ মেরুন সমর্থকের জন্য অবশেষে সুখবর। কলকাতা ফুটবল লীগে (CFL 2024) বাংলার তিন প্রধান যথাক্রমে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডানের গ্রুপস্তরের বাকি ম্যাচের সূচি ঘোষণা আগেই…

Mohun Bagan Super Giant vs. Police AC

সবুজ মেরুন সমর্থকের জন্য অবশেষে সুখবর। কলকাতা ফুটবল লীগে (CFL 2024) বাংলার তিন প্রধান যথাক্রমে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডানের গ্রুপস্তরের বাকি ম্যাচের সূচি ঘোষণা আগেই করেছিল আইএফএ। তবে বর্তমানে বাংলায় চলতে থাকা পরিস্থিতি এবং নানা প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে বিগত ২৮ শে আগস্ট মোহনবাগান বনাম পুলিশ এসির ম্যাচটি বাতিল করেন আইএফএ কর্তারা। তবে জটিলতা কাটিয়ে গতকাল এই ম্যাচটির নতুনভাবে সময় ও তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার অর্থাৎ সেপ্টেম্বর মাসের ২ তারিখে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নৈহাটি স্টেডিয়ামে দুপুর তিনটে থেকে।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত একটি বিশেষ সূত্র মারফত জানান যে ” আমরা একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছি । এই মুহূর্তে প্রযুক্তিগত বিভিন্ন সমস্যার আস্তে আস্তে সমাধান হচ্ছে। যার জন্য এই লীগের ( কলকাতা ফুটবল লীগের ) বিভিন্ন ম্যাচ আমাদের স্থগিত রাখতে হয়েছিল। ” তবে গোললাইন প্রযুক্তি নিয়ে তিনি বলেন ” আমরা যখন এই বিষয়টি নিয়ে আলোচনা করি তখন আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলি। তাঁরা জানান যে এই প্রযুক্তি তাদের পক্ষে বানিয়ে দেওয়া সম্ভব। এছাড়া আমার বিশ্বাস আমরা ভবিষ্যতে এই প্রযুক্তির মাধ্যমে অফসাইড বা ফাউলের মত বিষয়গুলিও খুব সহজে ঠিক ভুল নির্ণয় করতে পারব।

   

ইউএস ওপেনে অঘটন , দ্বিতীয় রাউন্ডেই বিদায় আলকারাজের, হার ওসাকারও

আইএফএল এই ম্যাচ বাতিলের কারণ হিসাবে প্রযুক্তিকে দায় করলেও অনেকেই এই ম্যাচ বাতিলের কারণ অন্য কিছুকে দেখছেন। তাদের মতে এর কারণ হল আরজি কর হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনা, আর সেটাই খেলার মাঠে বেশ প্রভাব ফেলছে। সব মিলিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছে আইএফএ। যাতে কোনও সমস্যা না হয় সেই কারণেই হয়তো ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। তবে এই মুহূর্তে জটিলতা কাটিয়ে কিছুটা স্বস্তির নিশ্বাস সবুজ-মেরুন শিবিরে।

কলকাতা লিগের (CFL 2024) গ্রুপ বি থেকে ১০টি ম্যাচ খেলে ১৬ পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টস। তাদের মোট দুটি ম্যাচ বাকি রয়েছে। প্রথমটি রয়েছে ২ সেপ্টেম্বর ও অপরটি ৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ টি তাঁরা খেলবে পুলিশ এসির বিরুদ্ধে এবং পরের ম্যাচটা খেলবে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। প্রথম ম্যাচটি নৈহাটিতে আর পরেরটি ব্যারাকপুরে। দুটি ম্যাচই দুপুর তিনটে থেকে হবে।