Cricket: আগামীদিনের ক্রিকেটকে পথ দেখানোর মতো ভাবনা শিলিগুড়ির

Siliguri Cricket

রঙিন পোশাকে দিনরাতের ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে শিলিগুড়িতে৷ গতবার দু’টো আমন্ত্রণমূলক প্রতিযোগিতার পরে এই সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ এবং শিলিগুড়ি ক্রিকেট লাভার্স আসোসিয়েসন। ক্রিকেট (cricket) লাভার্স আসোসিয়েসনের সভাপতি মনোজ ভার্মা জানিয়েছেন, “এবারের সমস্ত প্রতিযোগিতা হবে দিন এবং রাতের। যাতে মানুষকে আরো বেশী করে মাঠমুখী করতে পারা যায়।”

“এক সময় প্রচণ্ড জনপ্রিয় ছিল শিলিগুড়ির ক্রিকেট লিগ। সবথেকে জনপ্রিয় ক্লাব ছিল বাঘাযতীন এবং অগ্রগামী। বাবলাতলা টুর্নামেন্ট ছিল শিলিগুড়ির অন্যতম সেরা প্রতিযোগীতা। যেখানে খেলে গেছেন কলকাতার নামকরা সমস্ত ক্রিকেট খেলোয়াড়েরা। এখন মানুষ ক্রিকেটকে ভালবাসলেও আর মাঠমুখী হন না।”

   

তিনি আরও বলেছেন, “তাই শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এর সভাপতি এবং শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সম্পাদক মনোজ ভার্মা জানালেন মানুষকে মাঠে ফিরিয়ে আনতে চাই আমরা। সে ক্রিকেট হোক কিংবা ফুটবল। আমরা চাই মানুষ মাঠে গিয়ে খেলা দেখুক যেটা শিলিগুড়িতে একেবারেই নেই। শিলিগুড়িত বর্তমানে নথিভুক্ত প্রায় তিরিশটি ক্লাব আছে। যাদের নিয়েই হয় শিলিগুড়ির স্থানীয় ক্রিকেট লীগ। আর এখন সেই লীগ বন্ধ না হলেও সেভাবে লোকজন মাঠে আসেন না। তাই আমরা উদ্যেগ নিয়েছি শিলিগুড়ির মানুষের কাছে আবার ক্রিকেটকে পৌছে দেওয়া। আমরা এবারে শিলিগুড়ির স্থানীয় চ্যানেলে শিলিগুড়ির ক্রিকেট দেখানোর ব্যাবস্থা করবো। এবং শিলিগুড়ির মুল তিনটি জনপ্রিয় জায়গাতে জায়েন্ট ষ্ক্রিনে তা দেখানোর ব্যাবস্থা করবো।যাতে যেসব ছেলেমেয়েরা ক্রিকেট দেখে তারা একটু হলেও যেন মাঠমুখি হয়।”

শিলিগুড়ির ক্রিকেট লীগ এবারে দুটি জায়গাতে হবে কাঞ্চনজংঘা ষ্টেডিয়াম এবং অন্যটি হল তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়।আশা করছি কিছুটা। হলেও মানুষকে মাঠে ফিরিয়ে আনতে পারব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন