চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান বিতর্কে শাস্তির মুখে বিসিসিআই?

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির ( ICC Champions Trophy) আয়োজক দেশ পাকিস্তান (Pakistan)। সাধারণত প্রতিটি দেশের জার্সিতে আইসিসির (ICC) প্রতিযোগিতার লোগো এবং আয়োজক দেশের নাম উল্লেখ…

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান বিতর্কে শাস্তির মুখে বিসিসিআই?

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির ( ICC Champions Trophy) আয়োজক দেশ পাকিস্তান (Pakistan)। সাধারণত প্রতিটি দেশের জার্সিতে আইসিসির (ICC) প্রতিযোগিতার লোগো এবং আয়োজক দেশের নাম উল্লেখ থাকে। তবে জানা গেছে ভারত (India) তাদের জার্সিতে পাকিস্তানের নাম রাখতে রাজি নয়। এই খবর পাওয়ার পর আইসিসি সতর্কবার্তা দিয়েছেন এবং জানিয়েছেন, যদি বিসিসিআই (BCCI) নিয়ম অনুসরণ না করে, তবে শাস্তির সম্মুখীন হতে পারে।

আইসিসির এক কর্মকর্তা বলেন,”প্রতিযোগিতার লোগো জার্সিতে রাখা প্রতিটি দেশের দায়িত্ব। এই নিয়মে অংশগ্রহণকারী সব দেশকেই বাধ্যতামূলকভাবে মানতে হবে।”

এমনও খবর শোনা যাচ্ছে যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো তাদের জার্সিতে না রাখে তবে কড়া শাস্তির সম্মুখীন হতে পারে। তবে আইসিসি এবিষয়ে এখনো কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডও জানিয়েছে যে, ভারত জার্সিতে লোগো না লাগানোর কোনো পরিকল্পনা তাদের কাছে নেই।

Advertisements

এদিকে পাকিস্তানের এক কর্মকর্তার দেওয়া সাক্ষাৎকারে কিছু জল্পনা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “বিসিসিআই ক্রিকেটে রাজনীতি জড়াচ্ছে যা খেলার জন্য ভাল নয়। তারা পাকিস্তানে আসতে চায়নি, অধিনায়ককে ছবি তোলার জন্যও পাঠাতে রাজি নয়, আর এখন শোনা যাচ্ছে তারা জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না। আমি আশা করি আইসিসি এমনটা হতে দেবে না।”