ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ শেষে নতুন টেস্ট র ্যাঙ্কিং (ICC Test Rankings) প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি (ICC)। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট এই সিরিজে প্রচুর রান করেছেন। যার ফল দেখা যাচ্ছে আইসিসির ক্রম তালিকায়।
এদিকে দীর্ঘদিন এক নম্বর স্থান দখল করে থাকার পর এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কেন উইলিয়ামসন। বিশেষ ব্যাপার হল, ভারত অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তানের বাবর আজম না খেলেই র ্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।
Suryakumar Yadav: বিরাট-বাবরের পর সূর্যকুমারের নামেও এবার বড় রেকর্ড
আইসিসি প্রকাশিত নতুন টেস্ট র ্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। এখন তাঁর রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৮৭২। এক ধাপ এগিয়ে এসেছেন তিনি। অন্যদিকে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তাঁর রেটিং ৮৫৯। এদিকে পাকিস্তানের বাবর আজম আবার উঠে এসেছেন তৃতীয় স্থানে। তাঁর পয়েন্ট রেটিং ৭৬৮।
𝙍𝙊𝙊𝙏-𝙀𝘿 𝘼𝙏 𝙏𝙃𝙀 𝙏𝙊𝙋 🤩
England’s Joe Root takes the No.1 spot in the latest ICC Men’s Test Rankings for batters 👏
➡️ https://t.co/zSxOQsF3uA pic.twitter.com/UWY79RAxzL
— ICC (@ICC) July 31, 2024
East Bengal: ইংল্যান্ডের মাটিতে নজর কাড়তে পারেন ইস্টবেঙ্গলের সুমন
নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলও এক ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন, তাঁর রেটিংও ৭৬৮। এক ধাপ এগিয়ে আইসিসি টেস্ট র ্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। এদিকে বড় ক্ষতির মুখে পড়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। চার ধাপ হারিয়েছেন তিনি।এখন সরাসরি সাত নম্বরে, রেটিং ৭৪৯। ভারতের যশস্বী জয়সওয়াল ৭৪০ রেটিং নিয়ে ৮ নম্বরে, শ্রীলঙ্কার দামুথ করুনারত্নে ৭৩৯ রেটিং নিয়ে ৯ নম্বরে এবং ভারতের বিরাট কোহলি ৭৩৭ রেটিং নিয়ে ১০ নম্বরে রয়েছেন। তাঁদের রেটিংয়ে কোনো পরিবর্তন আসেনি।