বিপাকে পিসিবি, প্রস্তুতি দেখতে খোদ পাকিস্তানে যাচ্ছে আইসিসির প্রতিনিধি দল

সদ্য আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতের জয় শাহ। জয় শাহের নির্বাচনে একদম শুরু থেকেই বিপক্ষে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের এই অসহযোগিতার অবশ্য প্রধান…

ICC Delegation to Visit Pakistan for Champions Trophy Preparation Inspection

short-samachar

সদ্য আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতের জয় শাহ। জয় শাহের নির্বাচনে একদম শুরু থেকেই বিপক্ষে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের এই অসহযোগিতার অবশ্য প্রধান কারন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (ICC Champions Trophy)। বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি পাকিস্তানে ভারতীয় দলের খেলতে যাওয়া নিয়ে সরাসরি না বলে দেন। এখান থেকেই ধিকিধিকি জ্বলতে শুরু করে অসন্তোষের আগুন। তবে এবার আগুনে ঘি পড়ল। আগামী ১০ দিনের মধ্যে পাকিস্তানে গিয়ে আসন্ন প্রতিযোগিতার প্রধান বিষয়গুলির প্রস্তুতি খতিয়ে দেখবে আইসিসির প্রতিনিধি দল। আর তাতেই বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

   

আগামী বছরেরর চ্যাম্পিয়ন্স ট্রফি কী ভাবে হবে এখনও নিশ্চিত নয়। তবে নিজেদের দেশে প্রতিযোগিতা আয়োজন নিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তানের ক্রিকেট কর্তারা। বেশ কিছুদিন আগে প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফ ইউটিউবকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ভারত নিশ্চয়ই পাকিস্তানের মাঠে খেলতে মুখিয়ে রয়েছে। আমি ৫০ শতাংশ আশাবাদী যে ভারত পাকিস্তানে আসবে।” এদিন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পিসিবির এক কর্তা বলেছেন, ‘‘আইসিসির প্রতিনিধি দলের সফরের পর প্রতিযোগিতার সূচি এবং টিকিট বিক্রির বিষয়টি ঘোষণা করা হবে। একটু দেরি হয়ে গিয়েছে। আমাদের আশা, আইসিসি খুব দ্রুত সব কিছু ঘোষণা করবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘পরিকল্পনা অনুযায়ী পুরো দমে প্রস্তুতির কাজ চলছে। স্টেডিয়ামগুলির যা যা সংস্কার প্রয়োজন, সব করা হচ্ছে। বাকিটা আইসিসির ব্যাপার। ওদের সিদ্ধান্ত নিতে হবে।

প্যারিসের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি, হকিতে জাপানকে গুঁড়িয়ে দাপট ভারতের

আগামী ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) । পঞ্চম ভারতীয় হিসাবে আইসিসির শীর্ষ পদে বসতে চলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির প্রতিযোগিতা হওয়ায় প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে আয়োজনের দায় থাকবে তাঁর উপরও। তবে বেশ কিছুমাস আগে সংবাদমাধ্যমকে জয় শাহ বলেন, ” আমরা আইসিসিকে অনুরোধ করব একটি তৃতীয় ভেন্যু নির্বাচন করার জন্য “; এছাড়াও ভারতের পাকিস্তান যাত্রা নিয়ে শাহ নেতিবাচক মন্তব্য করেন। এতেই ক্ষুব্ধ হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজা পাল্টা বলেন, ” ভারত যদি না পাকিস্তানে খেলতে আসে তবে ভারতে আসন্ন সমস্ত ক্রিকেট টুর্নামেন্ট বয়কট করবে পাকিস্তান।”

৯ ম্যাচে ১৭ গোল! ব্যালন ডি’অর তালিকায় বাদ পরেই সরব ব্রাজিলিয়ান এই তারকা

তবে ভিতরে ক্ষোভের আগুন পুষে রেখেও ট্রফি (ICC Champions Trophy) প্রসঙ্গে কয়েক দিন আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেন, ‘‘২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে। আমরা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। শাহের সঙ্গেও যোগাযোগ রাখছি। জয় আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ায় আমরা খুশি হয়েছি।” তবে জয় শাহের কর্তব্য প্রসঙ্গে এদিন তিনি আরও বলেন, “চেয়ারম্যান হিসাবে সব দেশের অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব জয়ের। আমাদের আশা, তিনি নিরপেক্ষ ভাবে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।’’