ICC র কড়া অবস্থান! আর কিচ্ছু করার নেই বাংলাদেশের

সব জল্পনা, অনিশ্চয়তা ও উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে (ICC)বড় সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠিত হবে আইসিসি…

icc-confirms-bangladesh-t20-world-cup-matches-india

সব জল্পনা, অনিশ্চয়তা ও উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে (ICC)বড় সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠিত হবে আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বাংলাদেশের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)-এর ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর আবেদন খারিজ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

Advertisements

আইসিসির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসি বোর্ডের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই বাংলাদেশের অনুরোধ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমস্ত দিক খতিয়ে দেখার পর বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় যে, বাংলাদেশের ম্যাচ ভারতেই হবে এবং সূচিতে কোনও পরিবর্তন আনা হবে না।

   

রাজনীতি থেকে অবসর! নির্বাচনের আগেই বড় সিদ্ধান্ত হাসিনার

আইসিসি জানিয়েছে, সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তৃত নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছে। শুধু আয়োজক দেশের রিপোর্ট নয়, স্বাধীন নিরাপত্তা সংস্থার মূল্যায়নও বিবেচনায় নেওয়া হয়েছে। সেই সব রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে, ভারতের কোনও ম্যাচ ভেন্যুতেই বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যাচ অফিসিয়াল, সাংবাদিক বা সমর্থকদের জন্য কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, “সমস্ত নিরাপত্তা মূল্যায়ন, যার মধ্যে স্বাধীন পর্যালোচনাও রয়েছে, এই বিষয়টি নিশ্চিত করেছে যে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ভেন্যুতেই বাংলাদেশের খেলোয়াড়, মিডিয়া সদস্য, কর্মকর্তা ও সমর্থকদের জন্য কোনও হুমকি নেই।”

এই ঘোষণার ফলে গত কয়েক সপ্তাহ ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটল। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কার কথা তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর আবেদন করেছিল। কিন্তু আইসিসির কড়া অবস্থানের পর শেষ পর্যন্ত সেই আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি।

ক্রিকেট মহলের মতে, এই সিদ্ধান্ত শুধু টুর্নামেন্টের সূচি রক্ষাই নয়, বরং বিশ্ব ক্রিকেটে আইসিসির কর্তৃত্ব এবং নিরপেক্ষ অবস্থানকেও স্পষ্ট করে দিল। আন্তর্জাতিক টুর্নামেন্ট পরিচালনায় রাজনৈতিক বা দ্বিপাক্ষিক উত্তেজনার কোনও প্রভাব পড়বে না এই বার্তাই দিতে চেয়েছে আইসিসি।

এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা দল অবশেষে প্রস্তুতিতে পুরোপুরি মন দিতে পারবে। বিশ্বকাপ মানেই শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং খেলোয়াড়দের কেরিয়ার, আন্তর্জাতিক স্বীকৃতি এবং আর্থিক ভবিষ্যতের সঙ্গেও জড়িয়ে থাকে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবং আয়োজক দেশগুলিও আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও আপস করা হবে না বলেও জানানো হয়েছে। প্রতিটি ভেন্যুতে বিশেষ নজরদারি, সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের প্রোটোকল মেনে চলা হবে।

সব মিলিয়ে বলা যায়, আইসিসির এই সিদ্ধান্তের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া বিতর্কের ইতি পড়ল। এখন নজর শুধু মাঠের লড়াইয়ে। বাংলাদেশ দল কতটা প্রস্তুত, আর ভারতের মাটিতে তারা কীভাবে নিজেদের প্রমাণ করে সেদিকেই তাকিয়ে থাকবে গোটা ক্রিকেট বিশ্ব।

Advertisements