ভারতের পাক বধেও অনিশ্চিত সেমিফাইনাল! রইল জঠিল সমীকরণ

India Cricket Team in Champions Trophy 2025

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025) এর শুরুতেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল (India Cricket Team)। বাংলাদেশ (Bangladesh) এবং পাকিস্তানকে (Pakistan) পরাজিত করে গ্রুপ ‘এ’-র শীর্ষে রয়েছে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিরা (Virat Kohli)। কিন্তু আনন্দের মধ্যেই ভারতীয় ক্রিকেট দলের সামনে রয়েছে কঠিন সমীকরণ, যা তাদের সেমিফাইনালে (Semi Final) পৌঁছানোর পথকে জটিল করে তুলতে পারে।

গ্রুপ ‘এ’-র বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ভারত দুই ম্যাচে দুটি জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। তাদের নেট রানরেটও ভালো, +০.৬৪৭। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, যাদের ১ ম্যাচে ১ জয় ও ২ পয়েন্ট রয়েছ, এবং তাদের নেট রানরেট +১.২০০। তৃতীয় স্থানে বাংলাদেশ, যারা এক ম্যাচে পরাজিত হয়ে শূন্য পয়েন্ট নিয়ে -০.৪০৮ নেট রানরেটে অবস্থান করছে। গ্ৰুপের একেবারে শেষ স্থানে রয়েছে পাকিস্তান, যারা দুই ম্যাচেই পরাজিত হয়ে শূন্য পয়েন্ট নিয়ে -১.০৮৭ নেট রানরেট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে।

   

এখন আপাত দৃষ্টিতে ভারতীয় দল সেমিফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আসল গল্প এখানেই। পয়েন্ট টেবিলের হিসেব অনুযায়ী, ভারতের সেমিফাইনালের টিকিট পাকা নয়। যদি বাংলাদেশ নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে দেয় এবং শেষ ম্যাচে ভারত যদি নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। সেক্ষেত্রে ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ তিন দলই ৪ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে চলে আসবে। তখন সেমিফাইনাল নিশ্চিত করতে নেট রানরেটের হিসেবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর মানে হল, ভারতকে শীর্ষস্থান নিশ্চিত করতে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচের ফলাফল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে পাকিস্তানও যে এখনও প্রতিযোগিতায় আছে, তারও এক জটিল পথ রয়েছে। পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের কাছে নিউজিল্যান্ডকে হারাতে হবে। এরপর পাকিস্তান যদি বাংলাদেশকে পরাজিত করতে পারে এবং নিউজিল্যান্ড ভারতকে পরাজিত করে, তবেই পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে। তবে তাদের নেট রানরেটকে অনেক উন্নত করতে হবে।

এতসব জটিল অঙ্কের মধ্যে যদি সোমবার নিউজিল্যান্ড বাংলাদেশকে পরাজিত করে, তাহলে পাকিস্তান ও বাংলাদেশ উভয়েই সেমিফাইনালের দৌড়ে বাদ পড়বে। তখন ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে হবে গ্রুপ শীর্ষে থাকার লড়াই। এই মুহূর্তে ভারতীয় দল যতই শীর্ষে থাকুক, তবে তাদের জন্য কঠিন পথ বাকি। সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আরও অনেক উত্তেজনাপূর্ণ ম্যাচের অপেক্ষায় রয়েছে এবং এই পর্বের প্রতিটি ম্যাচই দলের ভাগ্য নির্ধারণ করবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleবিয়ের খবরের মধ্যেই প্রকাশ্যে উর্বশীকে চুমু খেলেন অরি,ভাইরাল ভিডিও
Next articleদলিত-শিখ বিরোধী অভিযোগ করে বিস্ফোরক অতসী
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।