আইলিগ নিয়ে বড় আপডেট, শোনাল AIFF

আইলিগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। যদিও আসন্ন মরশুমের আইলিগের সময়সূচি প্রকাশ হতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে। এই মরশুমে…

I-league broadcast update

আইলিগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। যদিও আসন্ন মরশুমের আইলিগের সময়সূচি প্রকাশ হতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে। এই মরশুমে মোট ১৩টি দল অংশ নেবে আইলিগের প্রথম ডিভিশনে। সেখানে রয়েছে শিলং লাজং, ইন্টার কাশি, শ্রীনিধি ডেকান, ডেম্পো, রিয়াল কাশ্মীর, চার্চিল ব্রাদার্স এবং কেরালার গোকুলাম এফসির মতো দল। গত মরশুমে লিগ চ্যাম্পিয়ন হয়ে এই বছর থেকে ইন্ডিয়ান সুপার লিগ খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে মহামেডান স্পোটিং ক্লাব।

Advertisements

অষ্টমীতে ‘মোহময়ী’ তৃষা, শাড়িতে মন জিতলেন সমর্থকদের

   

আইলিগ শুরু আগে ক্লাব অ্যাসোসিয়েশনের সঙ্গে আজ বৈঠকে বসেছিল এআইএফএফ (AIFF) সভাপতি কল্যাণ চৌবে। এদিনের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে জানা যায় এই মরশুমের কোথায় আইলিগের ম্যাচ গুলি সম্প্রচার করা হবে। এই বিষয়ে জানা গিয়েছে সনি নেটওয়ার্কে বিনামূল্যে সম্প্রচারিত করা হবে আইলিগের ম্যাচসবকটি ম্যাচ।

ম্যাচ সম্প্রসারণের বিষয় ছাড়াও, এদিনের বৈঠকে আইলিগের সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে সূত্রের খবর।