আইলিগ নিয়ে বড় আপডেট, শোনাল AIFF

I-league broadcast update

আইলিগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। যদিও আসন্ন মরশুমের আইলিগের সময়সূচি প্রকাশ হতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে। এই মরশুমে মোট ১৩টি দল অংশ নেবে আইলিগের প্রথম ডিভিশনে। সেখানে রয়েছে শিলং লাজং, ইন্টার কাশি, শ্রীনিধি ডেকান, ডেম্পো, রিয়াল কাশ্মীর, চার্চিল ব্রাদার্স এবং কেরালার গোকুলাম এফসির মতো দল। গত মরশুমে লিগ চ্যাম্পিয়ন হয়ে এই বছর থেকে ইন্ডিয়ান সুপার লিগ খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে মহামেডান স্পোটিং ক্লাব।

অষ্টমীতে ‘মোহময়ী’ তৃষা, শাড়িতে মন জিতলেন সমর্থকদের

   

আইলিগ শুরু আগে ক্লাব অ্যাসোসিয়েশনের সঙ্গে আজ বৈঠকে বসেছিল এআইএফএফ (AIFF) সভাপতি কল্যাণ চৌবে। এদিনের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে জানা যায় এই মরশুমের কোথায় আইলিগের ম্যাচ গুলি সম্প্রচার করা হবে। এই বিষয়ে জানা গিয়েছে সনি নেটওয়ার্কে বিনামূল্যে সম্প্রচারিত করা হবে আইলিগের ম্যাচসবকটি ম্যাচ।

ম্যাচ সম্প্রসারণের বিষয় ছাড়াও, এদিনের বৈঠকে আইলিগের সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে সূত্রের খবর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleদশমীতেই দক্ষিণী ফুটবলের ‘মহারণ’! একঝলকে রইল সময়সূচি
Next articleডাক্তার হতে হলে MBBS করবেন নাকি BAMS? উভয়ের মধ্যে 10টি বড় পার্থক্য জানুন
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।