I-League: পশ্চিমবঙ্গে দেশের আরও দুটি ক্লাবের ‘হোম গ্রাউন্ড’

শনিবার থেকে শুরু হচ্ছে এবারের I League। প্রথম ম্যাচে মুখোমুখি রিয়াল কাশ্মীর ও রাজস্থান এফসি। তেরোটি দল খেলবে এবারের আই লীগে। তিনটি দলের ‘হোম গ্রাউন্ড’…

I-League

শনিবার থেকে শুরু হচ্ছে এবারের I League। প্রথম ম্যাচে মুখোমুখি রিয়াল কাশ্মীর ও রাজস্থান এফসি। তেরোটি দল খেলবে এবারের আই লীগে। তিনটি দলের ‘হোম গ্রাউন্ড’ পশ্চিমবঙ্গে।

আই লীগে খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়াও টুর্নামেন্টে খেলতে চলা দেশের আরও দুই ক্লাবের ঠিকানা আপাতত বাংলা। এ রাজ্যের না হয়েও পশ্চিমবঙ্গের মাঠকে ‘হোম গ্রাউন্ড’ হিসেবে বেছে নিয়েছে দুই ক্লাব। মহামেডান স্পোর্টিং ক্লাব হোম ম্যাচগুলো খেলবে নৈহাটি স্টেডিয়ামে। বাকি দুই ক্লাবের হোম ম্যাচ কল্যাণীর মাঠে আয়োজিত হবে।

   

কল্যানী মিউনিসিপ্যাল স্টেডিয়ামকে ঘরের মাঠ হিসেবে বেছে নিয়েছে Trau Fc ও Neroca Fc। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এখন মোহন বাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল ঘরের ম্যাচে নামবে। ইন্ডিয়ান সুপার লীগের পাশাপাশি AFC কাপের ম্যাচ হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এছাড়া কলকাতায় বিভিন্ন ক্লাবের মাঠে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজিত হলেও সে সব মাঠে এখনই দেশের শীর্ষ কোনো টুর্নামেন্ট করানো হচ্ছে না। তাই আই লীগের জন্য নৈহাটি ও কল্যাণীর মাঠকে বেছে নেওয়া হয়েছে।

দেশের উত্তর পূর্ব অংশে উত্তপ্ত পরিস্থিতির কারণে মরসুম শুরু হওয়ার আগে থেকে সমস্যায় পড়েছিল Trau Fc ও Neroca Fc। দল গঠন করার কাজে সমস্যায় পড়েছিল দুই ক্লাব। দেরিতে হলেও যতটা সম্ভব তারা স্কোয়াড সাজিয়েছে। তবে ম্যাচ আয়োজনের ব্যাপারে কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। এবারের মতো আই লীগের হোম ম্যাচ কল্যানী মিউনিসিপ্যাল স্টেডিয়ামে ভাগাভাগি করে নেবে দুই ক্লাব।