Mumbai City FC: মুম্বইয়ে নিশ্চিত আই লীগের অন্যতম উঠতি ফরোয়ার্ড

Seilenthang Lotjem

নামকরা ফুটবলারদের দলে নেওয়ার পাশাপাশি উঠতি প্রতিভাধর খেলোয়াড়দের স্কোয়াডের সঙ্গে যুক্ত করে থাকে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাবগুলো। এ ব্যাপারে পিছিয়ে নেই মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। এক প্রকার নিঃশব্দে তরুণ এই ফরোয়ার্ডকে দলে নিশ্চিত করেছে বাণিজ্য নগরীর এই ফ্র্যাঞ্চাইজি ক্লাব।

মুম্বই সিটি এফসির মূল স্কোয়াডের সঙ্গে যুক্ত হয়েছেন তরুণ ফরোয়ার্ড Seilenthang Lotjem। উনিশ বছর বয়সী এই ফরোয়ার্ড আই লীগে বেশ সাড়া ফেলে দিয়েছিল। আই লীগের গত মরসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় দৌড়ে ঢুকে পড়েছিলেন তিনি। প্রতিভা চিনে নিতে দেরি করেনি মুম্বই সিটি এফসি। স্কোয়াডের সঙ্গে সামিল করে নেওয়া হয়েছে তাকে।

   

ইতিমধ্যে দেশে পরিচালিত বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন Seilenthang Lotjem। বয়স ভিত্তিক লীগ থেকে খেলে উঠে এসেছেন আই লীগে। এখন ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম নামী ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন। আই লীগে সব মিলিয়ে প্রায় তিরিশটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তার। করেছে প্রায় দশটি গোল। আই লীগ ছাড়াও Durand Cup-এ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। গত মরসুমে Sudeva দিল্লির হয়ে খেলে ফুটবল প্রেমীদের নজর কেড়েছিলেন।

Seilenthang Lotjem মূলত ফরোয়ার্ড হিসেবে পরিচিত। তবে দলের প্রয়োজনে খেলে দিতে পারেন একাধিক পজিশনে। আক্রমণ ভাগ এবং মাঝ মাঠের বিভিন্ন পজিশনে খেলিয়ে পরখ করে নেওয়া হয়েছে তাকে। উইং ব্যাক হিসেবেও খেলেছেন। তবে এখন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে নিজেকে মেলে ধরেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন