i League: আজ মঙ্গলবার ভাস্কোর তিলক ময়দানে মহামেডান স্পোটিং খেলতে নামছে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। হেড টু হেডে দু’দল ১২ টা ম্যাচে মুখোমুখি হয়েছে এবং এগিয়ে চার্চিল টিম ৭ ম্যাচ জিতে,মহামেডান জিতেছে ৩ ম্যাচ, ড্র হয়েছে ২ টি খেলা। গত আইলিগের প্রথম লেগের খেলায় চার্চিল ব্রাদার্স ২-১ গোলে হারিয়েছিল মহামেডানকে, লিগের দ্বিতীয় লেগের ম্যাচে মহামেডান ২-০ গোলে হারায় চার্চিলকে।
আইলিগের (iLeague) প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখার পর ঘরের মাঠে মণিপুরের দুই ক্লাব দলের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক জয় ব্ল্যাক প্যান্থর্সদের টুর্নামেন্ট শুরুর ক্ষতে প্রলেপ এনেছিল।কিন্তু ডেকান অ্যারেনায় মুখ থুবড়ে পরে কোচ আন্দ্রে চেরনশিভের মহামেডান এসসি।
🏴 𝑴𝒂𝒕𝒄𝒉𝒅𝒂𝒚 🏳️
I-League🏆 | Round 6️⃣
⚔️ : Churchill Brothers FC 🆚 Mohammedan SC
.
🗓 : 6th December, 2022
🕖 : 7 PM (IST)
🏟 : Tilak Maidan, Goa
📱: Discovery +
📺 : Eurosports | DD Sports#JaanJaanMohammedan | #IndianFootball | #ILeague | #CBFCMDSP pic.twitter.com/pOGSwGhs9v— Mohammedan SC (@MohammedanSC) December 6, 2022
অ্যাওয়ে ম্যাচে এখনও জয় অধরা সাদা কালো শিবিরের। চার্চিলের দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে জয় তুলে নিতে চাইছে মার্কাস জোসেফরা।জয়ের ধারাবাহিকতার অভাবে ধুঁকছে ব্ল্যাক প্যাহ্নর্সরা।ঘরে বাইরে সমালোচনার মুখে মহামেডান ফুটবলারেরা।তাই সমস্ত সমালোচনার জবাব দেওয়ার লক্ষ্যে মুখিয়ে রয়েছে সেখ ফৈয়াজরা।