I League : তাপপ্রবাহের সতর্কতার মধ্যে দুপুর ৩ টের সময় খেলা

গরমে নাজেহাল অবস্থা। তার মধ্যে ভরদুপুরে ম্যাচ। দুপুর তিনটের সময় কল্যাণীর মাঠে আই লিগের (I League) খেলা। ক্ষুব্ধ সমর্থকরা।

কেন্দ্রীয় মৌসুম ভবনের পক্ষ থেকে যে ভবিষ্যতবাণী দেওয়া হয়েছে তাতে আগামী কয়েক দিন দক্ষিণ বঙ্গ জুড়ে চলবে তাপপ্রবাহ। ২৫ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা।

   
I League
জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

গরমকালের দুপুরে ম্যাচ আয়োজন করার জন্য আগেও সমালোচিত হয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। কিন্তু তাতে তাদের টনিক নড়েনি বলেই মনে করছেন ফুটবল অনুরাগীদের একাংশ। কারণ আজ মঙ্গলবার দুপুর ৩ টের সময় কল্যাণীর মাঠে রয়েছে ম্যাচ। খেলতে নামবে চার্চিল ব্রাদার্স এবং রাজস্থান ইউনাইটেড।

২৮ এপ্রিল দুপুরেও ম্যাচের সময় ঠিক করা রয়েছে। এদিন মুখোমুখি হবে ইন্ডিয়ান অ্যারোজ এবং আইজল এফসি।

অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য রোদে বেশিক্ষণ বাইরে থাকতে বারণ করেন চিকিৎসকরা। অভিজ্ঞ ফুটবল আয়োজকরা নিশ্চই সে কথা জানেন। তারপরেও এই সময় ম্যাচ আয়োজন করার পিছনে কোন যুক্তি রয়েছে সে ব্যাপারে উঠছে প্রশ্ন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন