আইলিগের এই গোলরক্ষককে দলে টানল জামশেদপুর

গত বছর থেকেই নিজেদের পুরনো ছন্দ ফেরাতে শুরু করেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। একটা সময় প্লে-অফের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল একবারের শিল্ড জয়ীদের নাম।…

I-League Goalkeeper Albino Gomes

গত বছর থেকেই নিজেদের পুরনো ছন্দ ফেরাতে শুরু করেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। একটা সময় প্লে-অফের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল একবারের শিল্ড জয়ীদের নাম। কিন্তু সেটা বজায় থাকেনি। গ্রুপ পর্বের শেষের দিকে একাধিক ম্যাচে ধরাশায়ী হয়ে চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ছিটকে যেতে হয় খালিদ জামিলের ফুটবল দলকে। কিন্তু সেইসব এখন অতীত।‌ নয়া মরসুম থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া এই আইএসএল ক্লাব। এবার আইলিগের এক গোলরক্ষককে দলে টানল জামশেদপুর এফসি।

তিনি আলবিনো গোমেজ। শনিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে এই ফুটবলারের নাম ঘোষণা করে ম্যানেজমেন্ট। পূর্বে আইলিগের শক্তিশালী ক্লাব শ্রীনিধি ডেকানের সঙ্গে যুক্ত ছিলেন এই গোলরক্ষক। সুপার কাপের পাশাপাশি আইলিগে ও দলের হয়ে খেলেছেন একাধিক ফুটবল ম্যাচ। হিসেব অনুযায়ী আগামী ২০২৫ সাল পর্যন্ত হায়দরাবাদের এই ফুটবল ক্লাবের সঙ্গে গোমেজের চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে তাঁকে দলে টেনে নিল জামশেদপুর।

   

দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, ‘ জামশেদপুরে যোগদানের পাশাপাশি কোচ খালিদ জামিলের সঙ্গে পুনরায় কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত। নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরে তাঁর আস্থার প্রতিদান দিতে চাই। জামশেদপুর এফসির জার্সিতে নিজেকে দেশের সেরা গোলরক্ষকের তালিকায় আনাই আমার অন্যতম লক্ষ্য।’ আইলিগের পর নয়া আইএসএল মরশুমে আদৌ তিনি কতটা সফল হন সেদিকেই নজর থাকবে সকল ফুটবলপ্রেমীদের।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ান ফুটবলার জর্ডান মারেকে দলে ফিরিয়েছে জামশেদপুর এফসি। গত বছর ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির হয়ে খেলেছিলেন জর্ডান। আইএসএলের পাশাপাশি সুপার কাপে ও যথেষ্ট সক্রিয়তা দেখা গিয়েছিল এই ফুটবলারের।‌ একটা সময় তাকে দলে রাখার পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত রিলিজ করে দেয় দক্ষিণের ক্লাব। সেই সুযোগ কাজে লাগিয়েই দাপুটে ফুটবলারকে সই করিয়ে নেয় জামশেদপুর এফসি। তাদের হাত ধরেই এবার ঘুরে দাঁড়াতে মরিয়া এই ফুটবল ক্লাব।