I League : ইস্টবেঙ্গল অ্যাকাডেমির ফুটবলার দাপিয়ে বেড়াচ্ছে চার্চিলে

সুযোগ হয়নি কলকাতায়। বর্তমানে খেলেন (I League) চার্চিল ব্রাদার্সের (Churchill Brothers) হয়ে। সেখানে নিজের প্রতিভার ঝলক দেখাচ্ছেন ইস্টবেঙ্গল (East Bengal) অ্যাকাডেমি থেকে উঠে আসা বছর…

সুযোগ হয়নি কলকাতায়। বর্তমানে খেলেন (I League) চার্চিল ব্রাদার্সের (Churchill Brothers) হয়ে। সেখানে নিজের প্রতিভার ঝলক দেখাচ্ছেন ইস্টবেঙ্গল (East Bengal) অ্যাকাডেমি থেকে উঠে আসা বছর একুশের এক ফুটবলার।

Advertisements

ইস্টবেঙ্গল অ্যাকাডেমি থেকে উত্থান সৌরভ মন্ডলের (Sourav Mondal)। প্রতিভাবান ফুটবলার। তবে পশ্চিমবঙ্গে আপাতত ব্রাত্য। নিজেকে প্রমাণ করছেন চার্চিল ব্রাদার্সের জার্সি গায়ে। চলতি আই লিগে ইতিমধ্যে নিজে গোল করেছেন এবং অন্যকে দিয়ে গোল করিয়েছেন।

   

শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে নেরোকার বিরুদ্ধে ম্যাচ ছিল চার্চিলের। ম্যাচের বয়স যখন ৮ মিনিট, তখন গোল করে চার্চিলকে এগিয়ে দেন সৌরভ। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোমরন তুর্সুনোভ। অতীতে মোহনবাগানে খেলেছেন কোমরন। বিরতির আগেই ০-২ ব্যবধানে লিড নিয়েছিল চার্চিল ব্রাদার্স।

ম্যাচের ৫০ মিনিটে নেরোকার হয়ে একটি গোল শোধ করেন মেন্ডি। ম্যাচের অতিরিক্ত মিনিটে আরও একটি গোল করেছিলেন তিনি। কিন্তু তাতে পরাজয় রুখতে পারেননি তিনি। কারণ স্কোরবোর্ড চার্চিলের পক্ষে, ২-৪।

চলতি আই লিগে ৯ ম্যাচ খেলা হয়ে গিয়েছে চার্চিলের। রয়েছে আই লিগ ক্রম তালিকার ষষ্ঠ স্থানে। জয় এসেছে তিনটি ম্যাচে। চার ম্যাচে পরাজয় এবং দু’টি ম্যাচ ড্র।