আইলিগ সম্প্রচারের নিশ্চিতকরণের দাবি আইলিগের ক্লাবগুলির

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী শুক্রবার থেকেই শুরু হতে চলেছে আইলিগের (I-League) নতুন মরসুম। সেটা মাথায় রেখে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল লিগের প্রত্যেকটি…

I-League 2024 broadcast

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী শুক্রবার থেকেই শুরু হতে চলেছে আইলিগের (I-League) নতুন মরসুম। সেটা মাথায় রেখে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল লিগের প্রত্যেকটি ফুটবল ক্লাব। গতবছর দেশের এই দ্বিতীয় ডিভিশন লিগ জিতেই আইএসএল খেলার ছাড়পত্র পেয়েছে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। যা নিঃসন্দেহে খুশি করেছিল বাংলার ফুটবলপ্রেমীদের। এবার এই ফুটবল লিগ জিতেই আইএসএলে আসার ছাড়পত্র পাওয়ার লক্ষ্য থাকবে টুর্নামেন্টের বর্তমান ক্লাব গুলির। সেইমতো নিজেদের ঘর গুছিয়ে অনুশীলন করে ইতিমধ্যেই নিজ ম্যাচ ভেন্যুতে পৌঁছে গিয়েছে কয়েকটি দল।

বলাবাহুল্য, আইএসএলের পাশাপাশি এবার ইন্টার কাশী ও রাজস্থান ইউনাইটেডের মতো ফুটবল ক্লাব গুলির দিকে নজর থাকবে সকলের। কিন্তু আদৌও কী টিভিতে সম্প্রচারিত হবে এই ফুটবল টুর্নামেন্টে? গত কয়েক সপ্তাহ ধরে সেই নিয়েই ব্যাপক ধোঁয়াশা দেখা দিয়েছিল সকলের মধ্যে। কিছু মাস আগেই দেশের দ্বিতীয় ডিভিশন এই লিগ নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে। সেখানে ‘সোনি স্পোর্টস’ এর নাম উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথে ব্যাপকভাবে উঠে আসে ‘সোনি’র নাম।

   

কিন্তু আদৌও কী তাঁদের তরফে টিভিতে সম্প্রচারিত হবে এই ফুটবল টুর্নামেন্ট, সেই নিয়ে এখনও পর্যন্ত কোনও সঠিক উত্তর পায়নি আইলিগের ফুটবল ক্লাব গুলি। হাতে মাত্র আর কিছু ঘন্টা। তারপরেই আইলিগের প্রথম দুইটি ম্যাচ। যেখানে প্রথম ম্যাচে শক্তিশালী শ্রীনিধি ডেকানের মুখোমুখি হবে গোকুলাম কেরালা এফসি‌। তারপর দ্বিতীয় ম্যাচ। যেখানে ইন্টার কাশী লড়াই করবে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর সঙ্গে। সেইমতো শেষ মুহূর্তের প্রস্তুতি ও সেরে ফেলেছে ক্লাব গুলি। তবে সম্প্রচার নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে দল নামাতে চাইছে না আইলিগের দল গুলি।

জানা গিয়েছে, আজ রাত ৮টা পর্যন্ত “সোনি স্পোর্টস” এর তরফে টুর্নামেন্টের সম্প্রচার নিশ্চিতকরণে অপেক্ষায় রয়েছে সকলে। এক্ষেত্রে নেতিবাচক উত্তর আসলে এই টুর্নামেন্টে হয়তো দল নামাবে না কোনও ফুটবল ক্লাব। তাঁদের তরফে জানানো হয়েছে যে তাঁদের দল মাঠে নামতে প্রস্তুত। তবে সম্প্রচারকারীদের তরফে সমস্ত কিছু নিশ্চিত করা হলে দেরীতে, তাঁদের দল নামতে কোনও আপত্তি নেই।