রিয়াল কাশ্মীরের নজরে বাগানের তরুণ গোলরক্ষক

উইন্টার ট্রান্সফার উইন্ডোকে (Winter Transfer Window) কাজে লাগিয়ে দলের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন আনতে মরিয়া একাধিক ফুটবল (Football) ক্লাব। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি এক্ষেত্রে খুব একটা…

ISL Top 10 Winter Transfer Window where include two Mohun Bagan Footballer

উইন্টার ট্রান্সফার উইন্ডোকে (Winter Transfer Window) কাজে লাগিয়ে দলের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন আনতে মরিয়া একাধিক ফুটবল (Football) ক্লাব। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি এক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই আইলিগের ফুটবল ক্লাব গুলি (I League Club)। গত কয়েকদিনে একাধিক দেশি ও বিদেশি ফুটবলার বদল করেছেন নিজেদের ক্লাব। যা নিয়ে সরগরম দল বদলের বাজার। এক্ষেত্রে বেশ কয়েকবার উঠে এসেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan)নাম। মরসুম শুরুর পর থেকে এখনও পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে সবুজ-মেরুন। গতবারের মতো এবারও লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার মেরিনার্সরা।

অভূতপূর্ব পারফরম্যান্সের দরুণ দলের ফুটবলার বদলের সম্ভবনা অনেকটাই কম এই প্রধানের। তবুও নাকি বেশ কয়েকজন বিদেশি ফুটবলারদের উপর নজর রয়েছে বাগান শিবিরের। এছাড়াও ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজেদের জুনিয়র দলের একাধিক ফুটবলারদের লোন ডিলে অন্যত্র পাঠানোর ও নাকি পরিকল্পনা রয়েছে সবুজ-মেরুনের। গত কয়েকদিন আগেই এক তরুণ ডিফেন্ডারকে লোন ডিলে অন্যত্র পাঠানোর কথা শোনা গিয়েছিল বিভিন্ন মাধ্যমের তরফ থেকে। এবার হয়তো সেই তালিকায় যুক্ত হতে চলেছে এক গোলরক্ষকের নাম।

   

তিনি সৈয়দ জাহিদ হোসেন বোখা। বছর কয়েক আগে সবুজ-মেরুনের সঙ্গে যুক্ত হয়েছিলেন জম্মু কাশ্মীরের এই ফুটবলার। বাগানের অনূর্ধ্ব একুশ দল থেকে পরবর্তীতে তিনি সুযোগ করে নেন রিজার্ভ দলে। তাঁর পারফরম্যান্সের কথা মাথায় রেখেই দীর্ঘমেয়াদি চুক্তি করা হয় ম্যানেজমেন্টের তরফে। শোনা যাচ্ছে এবার এই বাকি মরসুমের জন্য নাকি তাঁকে লোন ডিলে অন্য ক্লাবে পাঠাতে চলেছে মোহনবাগান। সেক্ষেত্রে তাঁকে নাকি দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রিয়াল কাশ্মীর। বর্তমানে খুব একটা ভালো ছন্দে নেই কাশ্মীরের এই ফুটবল ক্লাব।

৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে এই দল। সেখান থেকে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে আদৌও কতটা সুযোগ পাবেন এই তরুণ গোলরক্ষক এখন সেটাই দেখার বিষয়।