I League : দার্জিলিংয়ের ব্রিজেশের গোলে মুগ্ধ ফুটবল মহল

I League : কেরিয়ারের প্রথম গোল পেলেন ব্রিজেশ গিরি (Brijesh Giri)। ব্রিজেশ দার্জিলিংয়ের ছেলে। ১৯ বছর বয়স। খেলেন ইন্ডিয়ান অ্যারোজের (Indian Arrows) হয়ে।

Advertisements

শুক্রবার ইন্ডিয়ান অ্যারোজের ম্যাচ ছিল মহারাষ্ট্রের ফুটবল ক্লাব কেংকরের বিরুদ্ধে। চলতি আই লিগে একেবারেই ভালো পারফর্ম করতে পারছে না কেংকরে। লিগ ক্রম তালিকার একেবারে তলানিতে রয়েছে তারা। তবুও হার বাঁচানোর জন্য লড়াই চালিয়েছিল দল।

   

ম্যাচের শেষ বাঁশি বাজার মিনিট খানেক আগে গোল করে যান ব্রিজেশ গিরি। এটিই তাঁর কেরিয়ারের প্রথম গোল। আদপে রক্ষণ ভাগের এই খেলোয়াড় বোঝালেন তিনিও গোল চেনেন।

পরিসংখ্যান অনুযায়ী ইন্ডিয়ান অ্যারোজের হয়ে ইতিমধ্যে ষোলটি ম্যাচ খেলছেন এই লেফট ব্যাক। আই লিগে তথা পেশাদার ফুটবলে প্রথম পা রেখেছিলেন সুদেভা ফুটবল ক্লাবের বিরুদ্ধে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements