শুরু হয়ে গিয়েছে এবারের আই লীগ। ইতিমধ্যে একাধিক ম্যাচ খেলা হয়েছে। ফুটবল প্রেমীদের নজরে থাকবেন একাধিক উঠতি ফুটবলার। এরই মধ্যে গোল করে নজর কাড়লেন বলবন্ত সিং (Balwant Singh)।
সোমবার নামধারী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ফুটবল ক্লাব ও ট্রাউ এফসি। ম্যাচের ফলাফল ১-১। এক গোলে পিছিয়ে পড়ার পর সমতা ফিরিয়ে ছিল দিল্লি এফসি। দিল্লির ক্লাবটির বয়ে গোলদাতা বলবন্ত সিং।
ভারতীয় ফুটবলের অন্যতম সফল ফুটবলার বলবন্ত। গোটা কেরিয়ার জুড়ে পেয়েছেন বহু খেতাব। খেলেছেন দেশের নামকরা একাধিক ক্লাবে। এখন তার বয়স ৩৬। কিন্তু স্কিল বা দক্ষতার কোনো বয়স হয় না। তাই এই বয়সেও গোল করতে ভুল করলেন না তিনি। এই বয়সে এসে অনেকেই পেশাদার ফুটবল কেরিয়ার থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন। বলবন্ত এখনও খেলছেন, গোল করছেন। ট্রাউ এফসির বিরুদ্ধে পুরো সময় মাঠে না থাকলেও প্রথম একাদশে থেকে নিজের কাজটি করেছিলেন।
ক্লাব ফুটবলে দুবার আই লীগ (সালগাওকর, মোহনবাগান) জিতেছেন বলবন্ত সিং। ফেডারেশন কাপ জিতেছেন তিনবার (সালগাওকর, চার্চিল ব্রাদার্স, মোহনবাগান)। দু’বার জিতেছেন ইন্ডিয়ান সুপার লীগ (চেন্নাইন এফসি, এটিকে)। দেশের হয়েও জিতেছেন একাধিক পুরস্কার।