লাল-হলুদের অনুশীলনে হায়দরাবাদের এই গোলরক্ষক

দিন কয়েক আগেই শহরে এসে পৌঁছে ছিলেন অস্কার ব্রুজন‌‌‌। তারপর থেকেই প্রায় পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। আসন্ন ডুরান্ড কাপের…

Aaryan Saroha Joins East Bengal’s Durand Cup 2025 Training

দিন কয়েক আগেই শহরে এসে পৌঁছে ছিলেন অস্কার ব্রুজন‌‌‌। তারপর থেকেই প্রায় পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। আসন্ন ডুরান্ড কাপের ম্যাচ দিয়েই এবার নিজেদের ছন্দ ফেরাতে বদ্ধপরিকর ময়দানের এই প্রধান। সেইমতো একাধিক বদল এসেছে দলের মধ্যে। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের নির্বাচন করার ক্ষেত্রে ও এবার যথেষ্ট দাপট দেখিয়েছে লাল-হলুদ ব্রিগেড। সেই শক্তিশালী দল নিয়েই এবার সাফল্য পাওয়ার চ্যালেঞ্জ। আগামী ২৩শে জুলাই ডুরান্ডের প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল।

সেদিকে নজরে রেখেই এবার খেলোয়াড়দের প্রস্তুত করছেন দলের স্প্যানিশ কোচ। এবার দলের অনুশীলনে ধরা দিলেন হায়দরাবাদ এফসির এক গোলরক্ষক। তিনি আরিয়ান সারোহা (Aaryan Saroha)। একটা সময় দিল্লির যুব দলের হয়ে আইলিগে অংশ নেওয়ার মধ্যে দিয়ে দেশীয় ফুটবলে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে দেশের বাইরে ও একাধিক দলের হয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন উত্তরপ্রদেশের এই ফুটবলার। পরবর্তীতে অর্থাৎ ২০২৩ সালে আইএসএল জয়ী হায়দরাবাদ এফসিতে যোগদান করেন তিনি। পরবর্তীতে লোন চুক্তিতে আইলিগের ক্লাব তথা ট্রাউ এফসিতে ছাড়া হয়েছিল তাঁকে।

   

সেখানে খেলেছিলেন বেশ কয়েকটি ম্যাচ। পরবর্তীতে নিজেদের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করার লক্ষ্যে আরিয়ানকে দলে ফেরায় নিজামের শহরের এই ফুটবল ক্লাব। কিন্তু শেষ সিজনে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও খুব একটা সুযোগ করতে পারেননি বছর চব্বিশের এই গোলরক্ষক। স্বাভাবিকভাবেই ম্যাচ টাইম পাওয়া নিয়ে ব্যাপক হতাশা দেখা দিয়েছিল তাঁর মধ্যে। স্বাভাবিকভাবেই নতুন মরসুমে তিনি যে দল বদল করবেন সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল অনেক আগেই। এবার এই নতুন সিজন শুরু হওয়ার আগেই ইস্টবেঙ্গল দলের অনুশীলনে দেখা যেতে থাকে আরিয়ানকে।

Advertisements

এক্ষেত্রে বিনো জর্জের জুনিয়র দলের পাশাপাশি অস্কার ব্রুজনের সিনিয়র দলের হয়ে ও মাঠে অনুশীলন করতে দেখা যায় এই ভারতীয় ফুটবলারকে। তবে এই নতুন সিজনে তাঁকে নিয়ে ম্যানেজমেন্টের পরিকল্পনা এখনও পর্যন্ত স্পষ্ট নয় কারুর কাছেই।