আজ, শনিবার বিকেলে ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচে হায়দরাবাদ এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। বর্তমানে এই টুর্নামেন্টের নিরিখে দেখতে গেলে পাঞ্জাব ম্যাচ থেকে শুরু করে এখনো পর্যন্ত মোট চারটি ম্যাচেই জয় এসেছে তাদের। এবার পরবর্তী ম্যাচ। তবে কারুর হোম বা অ্যাওয়ে ম্যাচ নয়। এই ম্যাচ হতে চলেছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। যেদিকে তাকিয়ে সকলেই।
উল্লেখ্য, এএফসি কাপের গত দুই ম্যাচে পরাজিত হওয়ার পর এবার দেশের প্রথম ডিভিশনের ম্যাচে নামছে বাগান ব্রিগেড। এই ম্যাচ জিতে নিজেদের ছন্দে ফেরানোই একমাত্র লক্ষ্য ফেরেন্দোর ছেলেদের। সেইমতো গতকয়েক দিন ধরে অনুশীলন চালিয়েছে গোটা দল। বিশেষ করে জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকুর দিকে বাড়তি নজর থাকবে কোচের।
তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বিনা টিকিটে দেখা যাবে এই ম্যাচ। হ্যাঁ ঠিকই শুনছেন। ঠিক এমনটাই ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র মোহনবাগান নয়, হায়দরাবাদ দলের সমর্থকদের জন্য ও থাকছে এই সুবিধা। আসলে এই ম্যাচের জন্য ছাপা হয়নি কোনো টিকিট। একেবারেই আলাদা ভেন্যু হওয়ায় নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। তবে এই ক্ষেত্রে খাতায় কলমে অনেকটাই এগিয়ে থাকবে মোহনবাগান ব্রিগেড। যার অন্যতম কারন হল মাঠ। পূর্বে ও ওডিশার এই মাঠে একাধিক ম্যাচ খেলেছে সবুজ-মেরুন। সেক্ষেত্রে অধিকাংশ সময়ই জয় পেয়েছে মেরিনার্সরা। তাই এমন ম্যাজিক হওয়ার আসায় সকলে। অন্যদিকে, বাগান ব্রিগেডকে আটকাতে বধ্য পরিকর হায়দরাবাদ।
তবে চোটের কারনে গত কয়েক ম্যাচ ধরেই দলের মধ্যে নেই অজি তারকা দিমিত্রি পেট্রাতোস। তার অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলেছে দলের অন্দরে। এছাড়াও চোট রয়েছে দলের দাপুটে উইঙ্গার মনবীর সিংয়ের। তার জেরে এই দুই ফুটবলারদের রেখেই ওডিশা উড়ে গিয়েছে মেরিনার্সরা। যা কিছুটা হলেও চিন্তায় রাখবে ফেরেন্দোকে।