লক্ষ্য তিন পয়েন্ট, কাশিমভ ছাড়াই বিরিয়ানির স্বাদ নেবে মহামেডান!

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) চলতি মরসুমে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে লাস্ট বয় মহামেডান (Mohammedan SC)। শনিবার তাদের অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি (Hyderabad FC)।…

Hyderabad FC vs Mohammedan SC in ISL

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) চলতি মরসুমে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে লাস্ট বয় মহামেডান (Mohammedan SC)। শনিবার তাদের অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। লিগ টেবিলে যারা এই মুহূর্তে মহামেডানের ঠিক উপরে ১২ নম্বরে রয়েছে। আজকের অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে আপাতত হায়দরাবাদ এফসিকে টপকে লিগ টেবিলের একধাপ উপরে উঠে আসাই লক্ষ্য সাদা-কালো ব্রিগেডের।

এই মুহূর্তে কোচের দায়িত্বে রয়েছেন মেহরাজউদ্দিন ওয়াডু। গত ম্যাচে মোহনবাগানের কাছে ০-৪ গোলে পরাজিত হয়েছে অ্যালেক্সিস গোমেজরা। কিন্তু নিজাম শহরের বিরুদ্ধে নামার আগে সাদা-কালো শিবিরের জন্য খারাপ খবর। কার্ড সমস্যার জন্য পাওয়া যাবে না কাশিমভকে। এদিন তাকে ছাড়াই দল সাজিয়েছে ব্ল্যাক প্যান্থার্সরা।

   

মরসুমের প্রথম পর্বের মহামেডানের বিপক্ষে সহজ জয় পেয়েছিল হায়দরাবাদ এফসি। সেই হারের বদলা নেওয়াই লক্ষ্য ময়দানের তৃতীয় প্রধান। এই ম্যাচে নামার আগে দলের সহকারী কোচ বলেন, “মানছি, গত ম্যাচে আমরা ভালো খেলিনি। আরও ছ’টা ম্যাচ বাকি আছে। তাই অতীত না ঘেঁটে আগামীর দিকে ফোকাস করছি।”

Mohammedan SC First XI against Hyderabad SC in ISL