এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগ একেবারে শেষের পথে। তাই পরবর্তী মরশুমের দল গঠন করার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে অধিকাংশ ইন্ডিয়ান সুপার লিগের দল গুলো। নতুন, পুরানো ফুটবলারদের দলে তুলে নিতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে প্রতিটি টিম ম্যানেজমেন্ট।
শোনা যাচ্ছে ২৩ বছর বয়সী ভারতের রাইট উইংয়ের ফুটবলার মাখান ছোটে (Makan Chote) যিনি বর্তমানে এফসি গোয়ার সদস্য,তাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে আইএসএলের এক বড়ো মাপের এক দল। ১ কোটি টাকার মার্কেট ভ্যালুর এই ভারতীয় এই রাইট উইংয়ের ফুটবলার এফসি গোয়ার হয়ে ১০ টা ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসেবে মাত্র ২৫২ মিনিট খেলতে দেখা গেছে।
তবে এই অল্প সময়ের মধ্যে নজর কেড়ে ফেলেছেন মাখান,দুটো গোল ইতিমধ্যে করিয়ে ফেলেছেন তিনি।দুটো উইং ছাড়াও সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলার অভিজ্ঞতা আছে এই ফুটবলারের।এবছর এফসি গোয়ার সাথে শেষ হয়ে যাচ্ছে মাখানের চুক্তি।হায়দ্রাবাদ এফি এই প্রতিভাবান ফুটবলার কে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ।শোনা যাচ্ছে মৌখিক পর্বের কথাবার্তা সেরে নিয়েছে দুই পক্ষ,এখন শুধু খাতায় কলমের কাজটা বাকি আছে।