চতুর্থ বিদেশি হিসেবে ব্রাজিলিয়ান তারকাকে দলে নিয়ে চমক দিল হায়দরাবাদ

গতবারের মতো এবারও আইএসএলের শুরুটা খুব একটা ভালো থাকেনি হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। পরাজয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। প্রথম দুই…

Andrei Alba

গতবারের মতো এবারও আইএসএলের শুরুটা খুব একটা ভালো থাকেনি হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। পরাজয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। প্রথম দুই ম্যাচে বেঙ্গালুরু এবার পাঞ্জাব এফসির কাছে ধরাশায়ী হতে হয়েছে তাঁদের। এরপর তৃতীয় ম্যাচে গোল না পেলেও শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে আটকে দেয় নিজামের শহরের এই ফুটবল ক্লাব। যারফলে বারো নম্বরে উঠে আসে হায়দরাবাদ। তবে দল ঘুরে দাঁড়াবে সেই নিয়ে আশাবাদী সকলে। এক্ষেত্রে ভারতীয় কোচ থাংবোই সিংটোর উপরেই ভরসা রেখেছে হায়দরাবাদ ম্যানেজমেন্ট।

গত বছর সীমিত শক্তি নিয়েই লড়াই করেছিল এই ফুটবল ক্লাব। পয়েন্ট টেবিলের তলানিতে থাকতে হলেও খেলোয়াড়দের পারফরম্যান্স মন জয় করেছিল সকলের। একটা সময় তাঁদের আইএসএল খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও শেষ মুহূর্তে নয়া লগ্নিকারী সংস্থার হাতধরে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করে এই ফুটবল ক্লাব। তবে শেষ বেলায় দল গঠনের কাজ শুরু করার ফলে অনুশীলনের খুব একটা সুযোগ পায়নি একবারের আইএসএল জয়ীরা। মূলত দেশীয় ফুটবলারদের নিয়েই আইএসএল শুরু করতে হয়েছে তাঁদের। পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথে দলের সঙ্গে যোগ দিতে শুরু করেন বিদেশি ফুটবলাররা।

   

তবে সেক্ষেত্রে এখন ও পর্যন্ত সকল বিদেশি চূড়ান্ত করতে পারেনি হায়দরাবাদ। যা কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছিল দলকে। অবশেষে নিজের চতুর্থ বিদেশি চূড়ান্ত করল নিজামের শহরের এই ফুটবল দল। তিনি আন্দ্রেই আলবা। শনিবার রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করে এই ফুটবল ক্লাব। চলতি মরসুমে পাঁচ নম্বর জার্সি গায়ে এই দলের হয়ে খেলবেন এই তারকা ফুটবলার। গত মরসুমে আলবেনিয়ার ফুটবল ক্লাব কেএফ এরজেনির সঙ্গে যুক্ত ছিলেন আলবা। এছাড়াও তাঁর আগে ব্রাজিলের একাধিক ক্লাবে ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের।

সবদিক মাথায় রেখেই এবার তাঁকে নিজেদের দলের সঙ্গে যুক্ত করতে চলেছে হায়দরাবাদ এফসি। এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের উপস্থিতিতে আদৌও কতটা শক্তিশালী হয়ে ওঠে দলের মাঝমাঠ, এখন সেদিকেই নজর থাকবে সকলের। আগামী ২১শে অক্টোবর খালিদ জামিলের জামশেদপুর এফসির মুখোমুখি হবে সিংটোর ছেলেরা। এই ম্যাচের দিকেই তাকিয়ে থাকবেন সকল সমর্থকরা।