এই বিদেশি তারকাকে প্রায় নিশ্চিত করে ফেলেছে আইএসএলের এই ক্লাব

বিগত কয়েক বছর ধরেই ছন্দে নেই হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। গত মরসুমের শুরুতে ভারতীয় কোচ থাংবোই সিংটোর তত্ত্বাবধানে সাফল্য পেতে তৎপর ছিল নিজামের শহরের এই…

Brazilian Defender Rafael Ribeiro Set to Join Hyderabad FC

বিগত কয়েক বছর ধরেই ছন্দে নেই হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। গত মরসুমের শুরুতে ভারতীয় কোচ থাংবোই সিংটোর তত্ত্বাবধানে সাফল্য পেতে তৎপর ছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাব। সেজন্য তাঁর নির্দেশ মতোই দেশি ও বিদেশি ফুটবলারদের সই করিয়েছিল ম্যানেজমেন্ট। সেইসাথে অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল দেশের তরুণ তারকা অ্যালেক্স সাজিকে। কিন্তু শেষ মুহূর্তে দল গঠনের ফলে প্রাক মরসুম প্রস্তুতির খুব একটা সময় পায়নি হায়দরাবাদ (Hyderabad FC)। যার প্রভাব পড়েছিল দলের পারফরম্যান্সে। দেশের প্রথম ডিভিশন লিগের শুরুটা ভালো না হলে মহামেডান স্পোর্টিং থেকে শুরু করে কেরালা ব্লাস্টার্সের মতো দলকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছিল ফুটবলারদের। পরবর্তীতে ফের হোঁচট খেয়েছিল আইএসএল জয়ীরা।

Hyderabad FC এই বিদেশি তারকাকে প্রায় নিশ্চিত করে ফেলেছে 

কিন্তু বেশিদিন বজায় ছিল না সেই ছন্দ। পরবর্তীতে একের পর এক শক্তিশালী দলের কাছে আটকে যেতে হয়েছিল নিজামের শহরের দলকে। যারফলে লিগ টেবিলের একবারে তলানিতে থেকেই শেষ হয়েছিল মরসুম। নতুন মরসুমের কথা মাথায় রেখে অন্যান্য দল গুলি অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করলেও কিছুটা ধীরে চলো নীতি নিয়েছিল হায়দরাবাদ (Hyderabad FC)। পরবর্তীতে তাঁদের দল গঠনের ক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করেছিল এক ব্রাজিলিয়ান ডিফেন্ডারের নাম। তিনি রাফায়েল রিবেইরো। শেষ সিজন পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব এই ভেলো ক্লুবে রায়োক্লিয়ারেন্স এসপির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

   
Hyderabad FC Announces Full Squad for Kalinga Super Cup
Hyderabad FC Announces Full Squad for Kalinga Super Cup

তবে চলতি বছরের শুরুতেই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল বছর ঊনত্রিশের এই ফুটবলারের। তারপর থেকেই এই ফুটবলারকে নিয়ে আগ্ৰহ প্রকাশ করতে শুরু করেছিল নিজামের শহরের এই ফুটবল দল। নয়া তথ্য অনুযায়ী কথাবার্তা এবার অনেকটাই ইতিবাচক। যারফলে সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তাঁর যোগদানের কথা ঘোষণা করে দেবে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। দলের সঙ্গে যোগদান করলে পরবর্তীতে সুপার কাপ খেলতে দেখা যেতে পারে এই ব্রাজিলিয়ান তারকাকে। সেদিকেই তাকিয়ে থাকবে সকলে।

Advertisements

তবে বেশ কয়েক মাস ক্লাবহীন থাকার দরুণ নিজেকে আদৌও কতটা মেলে ধরতে পারবেন সেটাও দেখার থাকবে সমর্থকদের কাছে। গত বছর ভালো পারফরম্যান্স না থাকলেও এবার নজর কাড়তে মরিয়া দলের সকল ফুটবলাররা।