হায়দরাবাদ এফসি অতীত, নতুন নামে আত্মপ্রকাশ ঘটতে চলেছে জিন্দালের ক্লাবের

বিগত কয়েক সিজন ধরেই হতশ্রী পারফরম্যান্স করে আসছিল হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। তৎকালীন কোচ থাংবোই সিংটোর পছন্দ অনুযায়ী দেশি ও বিদেশি ফুটবলারদের সই করালেও শেষ…

Hyderabad FC Announces Full Squad for Kalinga Super Cup

বিগত কয়েক সিজন ধরেই হতশ্রী পারফরম্যান্স করে আসছিল হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। তৎকালীন কোচ থাংবোই সিংটোর পছন্দ অনুযায়ী দেশি ও বিদেশি ফুটবলারদের সই করালেও শেষ মুহূর্তে দল গঠনের ফলে প্রাক মরসুম প্রস্তুতির খুব একটা সময় ছিল না দলের ফুটবলারদের কাছে। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল দলের পারফরম্যান্সে। তবে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল দলের ফুটবলারদের। কিন্তু বেশিদিন বজায় ছিল না সেই ধারাবাহিকতা।পরবর্তীতে একের পর এক শক্তিশালী দলের কাছে আটকে যেতে হয়েছিল নিজামের শহরের এই ক্লাবকে।

Advertisements

সেটা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। তবে গত মরসুমে দল খুব একটা সক্রিয়তা না দেখালেও একক দক্ষতায় সকলকে চমকে দিয়েছিলেন এডমিলসন কোরিয়া থেকে শুরু করে মনোজ মহম্মদ এবং সাই গডার্ডের মতো ফুটবলাররা। স্বাভাবিকভাবেই নতুন বছরের জন্য তাঁদের দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল একাধিক ফুটবল ক্লাব। সময়ের সাথে সাথে চূড়ান্ত হতে শুরু করেছিল সেই বিষয় গুলি। পাশাপাশি গত বছরের মাঝামাঝি সময় থেকেই উঠে আসতে শুরু করেছিল আরেক নয়া তথ্য। শোনা যাচ্ছিল যে নিজামের শহর ছাড়তে পারে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। সেক্ষেত্রে দেশের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হতে পারে এই ক্লাব।

   

একটা সময় সেই সম্ভাবনা খুব একটা না থাকলেও গত কয়েক মাসে দেখা গিয়েছে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। আসলে গত মরসুমের শুরুতেই হায়দরাবাদ এফসির (Hyderabad FC) দায়িত্ব গ্ৰহন করেছিলেন দিল্লির বিসি জিন্দাল গ্ৰুপ। তারপর থেকেই উঠে আসতে শুরু করেছিল ক্লাবের স্থান বদলের বিষয়টি। সেক্ষেত্রে নিজেদের সদর দফতর তথা দেশের রাজধানীর বুকে এই দল নিয়ে আসার কথাও উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। সেইমতো চলছিল সমস্ত কাজকর্ম। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই সেই বিষয়টি জানানো হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ এর কাছে।

যারফলে সব ঠিকঠাক থাকলে এবার থেকে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বদলে স্পোটিং ক্লাব দিল্লি হিসেবে দেশের রাজধানীর হয়েই হয়তো খেলতে দেখা যেতে চলেছে এই ফুটবল দলকে।