ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে টানার পথে হায়দরাবাদ এফসি

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) শুরুটা খুব একটা মধুর থাকেনি হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। গতবারের মতো এবারও পরাজয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছে আইএসএল জয়ী এই…

Hyderabad FC have signed Andrei Alba

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) শুরুটা খুব একটা মধুর থাকেনি হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। গতবারের মতো এবারও পরাজয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। প্রথম দুই ম্যাচে বেঙ্গালুরু এবার পাঞ্জাব এফসির কাছে ধরাশায়ী হতে হয়েছে তাঁদের। এই পারফরম্যান্স কিছুটি হলেও হতাশ করেছে সমর্থকদের। তবে দল যে শীঘ্রই ঘুরে দাঁড়াবে সেই নিয়ে আশাবাদী সকলে। এক্ষেত্রে ভারতীয় কোচ থাংবোই সিংটোর উপরেই ভরসা রেখেছে হায়দরাবাদ ম্যানেজমেন্ট। গত বছর সীমিত শক্তি নিয়েই লড়াই করেছিল এই ফুটবল ক্লাব। পয়েন্ট টেবিলের তলানিতে থাকতে হলেও খেলোয়াড়দের পারফরম্যান্স মন জয় করেছিল সকলের।

আসলে একটা সময় তাঁদের আইএসএল খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও শেষ মুহূর্তে নয়া লগ্নিকারী সংস্থার হাতধরে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করে এই ফুটবল ক্লাব। তবে শেষ বেলায় দল গঠনের কাজ শুরু করার ফলে অনুশীলনের খুব একটা সুযোগ পায়নি একবারের আইএসএল জয়ীরা। মূলত দেশীয় ফুটবলারদের নিয়েই আইএসএল শুরু করতে হয়েছে তাঁদের। পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথে দলের সঙ্গে যোগ দিতে শুরু করেন বিদেশি ফুটবলাররা। তাঁদের মধ্যে এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন আন্দ্রেই আলবা।

   

গত ফুটবল মরসুমে আলবেনিয়ার ফুটবল ক্লাব কেএফ এরজেনির সঙ্গে যুক্ত ছিলেন এই তারকা। এছাড়াও তাঁর আগে ব্রাজিলের একাধিক ক্লাবে ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের। সবদিক মাথায় রেখেই এবার তাঁকে নিজেদের দলের সঙ্গে যুক্ত করতে চলেছে হায়দরাবাদ এফসি। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর যোগদানের কথা ঘোষণা করবে ম্যানেজমেন্ট। উল্লেখ্য, টুর্নামেন্টের অন্যান্য ক্লাব গুলির তুলনায় দেরিতে দল গঠনের কাজে হাত দিলে ও শেষ বেলায় কার্যত চমক দিচ্ছে হায়দরাবাদ।

প্রথম দুই মরসুমে সেরকম ভালো পারফরম্যান্স না থাকলেও এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের আগমনে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে নিজামের শহরের এই দলের মাঝমাঠ। এখন সেদিকেই নজর সকল সমর্থকদের।