এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে চূড়ান্ত করার পথে হায়দরাবাদ

শেষ কিছু সিজন ধরে খুব একটা ফর্মে নেই হায়দরাবাদ এফসি (Hyderabad FC )। গত মরসুমের শুরুতে ভারতীয় কোচ থাংবোই সিংটোর তত্ত্বাবধানে সাফল্য পেতে তৎপর ছিল…

Brazilian Defender Rafael Ribeiro Set to Join Hyderabad FC

শেষ কিছু সিজন ধরে খুব একটা ফর্মে নেই হায়দরাবাদ এফসি (Hyderabad FC )। গত মরসুমের শুরুতে ভারতীয় কোচ থাংবোই সিংটোর তত্ত্বাবধানে সাফল্য পেতে তৎপর ছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাব। সেজন্য তাঁর নির্দেশ মতোই দেশি ও বিদেশি ফুটবলারদের সই করিয়েছিল ম্যানেজমেন্ট। সেইসাথে অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল দেশের তরুণ তারকা অ্যালেক্স সাজিকে। কিন্তু শেষ মুহূর্তে দল গঠনের ফলে প্রাক মরসুম প্রস্তুতির খুব একটা সময় পায়নি হায়দরাবাদ। যার প্রভাব পড়েছিল দলের পারফরম্যান্সে। দেশের প্রথম ডিভিশন লিগের শুরুটা ভালো না হলে মহামেডান স্পোর্টিং থেকে শুরু করে কেরালা ব্লাস্টার্সের মতো দলকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছিল ফুটবলারদের।

কিন্তু বেশিদিন বজায় ছিল না সেই ছন্দ। পরবর্তীতে একের পর এক শক্তিশালী দলের কাছে আটকে যেতে হয়েছিল একবারের আইএসএল জয়ীদের।‌ যারফলে লিগ টেবিলের একবারে তলানিতে থেকেই শেষ হয়েছিল মরসুম। তবে একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন কয়েকজন ফুটবলার। এছাড়াও শোনা যাচ্ছিল যে নিজামের শহর ছেড়ে দেশের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হতে পারে এই ক্লাব। তবে এই সিজনে দাঁড়িয়ে সেই নিয়ে দেখা দিয়েছিল নানা জটিলতা।সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে অনেক আগেই তাঁদের তরফে ব্র্যান্ড পরিবর্তনের এই বিষয়টি জানানো হলেও নানাবিধ সমস্যা রয়ে গিয়েছিল তাঁদের।

   

শেষ পাওয়া খবর অনুযায়ী এবার ও হয়তো নিজামের শহরে থেকেই ইন্ডিয়ান সুপার লিগে অংশ নিতে পারে হায়দরাবাদ। যদিও সেটা স্পষ্ট নয়। তবে নতুন মরসুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই ঘর গোছানোর পরিকল্পনা নিয়েছিল ম্যানেজমেন্ট। বিশেষ করে ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই ক্রমশ সক্রিয়তা দেখাতে শুরু করে এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে এক ব্রাজিলিয়ান ডিফেন্ডারের নাম। তিনি রাফায়েল রিবেইরো। শোনা যাচ্ছে খুব শীঘ্রই তাঁর যোগদানের কথা ঘোষণা করতে পারে হায়দরাবাদ এফসি। সেইমতো কথাবার্তা ও এগিয়ে গিয়েছে অনেকটা দূর। বর্তমানে সেদিকেই নজর থাকবে সকল সমর্থকদের।

Advertisements

পূর্বে সেই দেশের ফুটবল ক্লাব এই ভলো কুবে রিওক্লারেন্সের সঙ্গে যুক্ত ছিলেন বছর ঊনত্রিশের এই সেন্টার ব্যাক। দলের হয়ে খেলেছিলেন প্রায় দশটির ও বেশি ম্যাচ। তবে এবার হয়তো ভারতীয় ফুটবল ক্লাব যোগদান করে প্রথম ডিভিশন লিগে খেলতে দেখা যেতে চলেছে এই তারকাকে‌।