নজর কাড়লেন এডমিলসন, প্লেয়ার অফ দ্যা উইকে এই দাপুটে ফরোয়ার্ড

গত আইএসএল (ISL) মরসুমে যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স ছিল হায়দরাবাদ এফসির (Hyderabad FC)। পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই অভিযান শেষ করেছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। সেই…

Hyderabad FC has officially welcomed forward Edmilson Correia to their squad, boosting their offensive lineup for the ongoing season. Correia's addition is expected to add depth and skill to the team’s attack as they aim for strong performances.

গত আইএসএল (ISL) মরসুমে যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স ছিল হায়দরাবাদ এফসির (Hyderabad FC)। পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই অভিযান শেষ করেছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। সেই হতাশা ভুলে এবার ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য ছিল এডমিলসনদের (Edmilson Correia)।

কিন্তু গত বছর থেকেই অর্থনৈতিক সমস্যা যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের ক্ষেত্রে। যারফলে এবার ডুরান্ড কাপ থেকে নাম প্রত্যাহার করার পাশাপাশি দেশের প্রথম ডিভিশনের টুর্নামেন্ট খেলা নিয়েও দেখা দিয়েছিল ধোঁয়াশা। তারপর শেষ মুহূর্তে এসে নয়া ইনভেস্টর পায় হায়দরাবাদ।

   

রয় কৃষ্ণর জায়গায় বসুন্ধরা কিংসে খেলা এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে সই করাল ওডিশা

তারপর শুরু হয় আইএসএল খেলার প্রস্তুতি। এক্ষেত্রে গতবারের মতো এই সিজনে ও ভারতীয় কোচ থাংবোই সিংটোর উপরেই ভরসা রেখেছিল নয়া ম্যানেজমেন্ট। পরবর্তীতে তাঁর নির্দেশ মতোই দেশি ও বিদেশি ফুটবলারদের সই করায় হায়দরাবাদ এফসি‌। দলের অধিনায়ক নির্বাচিত করা হয় দেশের তরুণ তারকা অ্যালেক্স সাজিকে। কিন্তু শেষ মুহূর্তে দল গঠনের ফলে প্রাক মরসুম প্রস্তুতির খুব একটা সময় পায়নি হায়দরাবাদ। যার প্রভাব ফেলতে শুরু করেছিল দলের পারফরম্যান্সে। এসবের মাঝেই মহামেডান স্পোর্টিং ক্লাব এবং কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে জয় আসলেও তা ধরে রাখতে পারেনি‌ আইএসএলের এই ফুটবল ক্লাব।

পাঞ্জাব ম্যাচে বাগানের সম্ভাব্য একাদশ, সুযোগ পাবেন এই ফুটবলাররা

তবে গত হোম ম্যাচে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে থেকে ও জয় সুনিশ্চিত করতে পারেনি দল। যারফলে হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়েই মাঠ ছাড়তে হয় নিজামের শহরের এই ফুটবল ক্লাবকে। কিন্তু জয় না আসলেও এডমিলসন কোরিয়ার পারফরম্যান্স মন জয় করে নিয়েছিল সকল ফুটবলপ্রেমীদের। বলাবাহুল্য, তাঁর গোলেই এগিয়ে ছিল হায়দরাবাদ। ম্যাচের প্রথম কোয়ার্টারেই তাঁর বিশ্বমানের দুইটি গোল তাক লাগিয়ে দিয়েছিল সকলকে। পরবর্তীতে আরও একাধিক ফুটবলারের দাপট দেখা গেলেও এডমিলসনের পারফরম্যান্স থেকে গিয়েছে সেরার সেরা হিসেবে।

পরিবারের সঙ্গে বড়দিন উদযাপনে বাগানের অজি তারকা

সেই সুবাদেই এবার প্লেয়ার অফ দ্যা উইক হিসেবে নির্বাচিত হলেন এই বিদেশি ফরোয়ার্ড। এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে খুশি করেছে হায়দরাবাদ সমর্থকদের। তবে গত ম্যাচে ঘরের মাঠে জয় না আসলেও আগামী ২৮শে ডিসেম্বর ইমামি ইস্টবেঙ্গল দলকে হারাতে মরিয়া স্টেফান সাপিচরা।‌