মনিপুরের এই ডিফেন্ডারকে দলে টানার পথে হায়দরাবাদ

শেষ সিজনে ভারতীয় কোচ থাংবোই সিংটোর উপরে ভরসা রেখেছিল হায়দরাবাদ এফসি‌ (Hyderabad FC)। সেজন্য তাঁর নির্দেশ মতোই দেশি ও বিদেশি ফুটবলারদের সই করিয়েছিল ম্যানেজমেন্ট। সেইসাথে…

Yanglem Sanatomba Singh

শেষ সিজনে ভারতীয় কোচ থাংবোই সিংটোর উপরে ভরসা রেখেছিল হায়দরাবাদ এফসি‌ (Hyderabad FC)। সেজন্য তাঁর নির্দেশ মতোই দেশি ও বিদেশি ফুটবলারদের সই করিয়েছিল ম্যানেজমেন্ট। সেইসাথে অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল তরুণ ডিফেন্ডার অ্যালেক্স সাজিকে। তবে প্রস্তুতির খুব একটা সময় পায়নি আইএসএলের এই ক্লাব। যার প্রভাব পড়েছিল দলের পারফরম্যান্সে। দেশের প্রথম ডিভিশন লিগের শুরুটা ভালো না হলে মহামেডান স্পোর্টিং থেকে শুরু করে কেরালা ব্লাস্টার্সের মতো দলকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছিল ফুটবলারদের। পরবর্তীতে ফের হোঁচট খেয়েছিল একবারের ট্রফি বিজেতারা।

Also Read | হায়দরাবাদ এফসি থেকে আব্দুল রাবীহকে ছিনিয়ে নিল গোয়া

   

পরবর্তীতে একের পর এক শক্তিশালী দলের কাছে আটকে যেতে হয়েছিল নিজামের শহরের দলকে। যারফলে লিগ টেবিলের একবারে তলানিতে থেকেই শেষ হয়েছিল মরসুম। নতুন মরসুমের কথা মাথায় রেখে অন্যান্য দল গুলি অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করলেও কিছুটা ধীরে চলো নীতি নিয়েছিল হায়দরাবাদ (Hyderabad FC)। পরবর্তীতে তাঁদের দল গঠনের ক্ষেত্রে দেশীয় ব্রিগেডের উপর বিশেষ নজর দিতে শুরু করেছিল হায়দরাবাদ (Hyderabad FC) ম্যানেজমেন্ট। এক্ষেত্রে তাঁদের নজর গিয়ে পড়েছিল এফসি গোয়ার তরুণ ডিফেন্ডার ইয়াংলেম সনাতোম্বা সিংয়ের দিকে।

Advertisements

সেইমতো কথাবার্তা ও এগিয়ে নিয়ে যেতে শুরু করেছিল কতৃপক্ষ। শেষ সিজনে গোয়ার এই দলের হয়ে নিজেকে সেভাবে মেলে ধরার সুযোগ পাননি এই ফুটবলার। হিসাব অনুযায়ী আগামী ২০২৭ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে গতবারের সুপার কাপ জয়ীদের। তবে খুব শীঘ্রই তাঁকে রিলিজ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে গোয়া ফুটবল দলের। এরপরেই এই তরুণ ফুটবলারকে দলে সই করিয়ে নিতে পারে সামিল চেম্বাকাথদের হায়দরাবাদ (Hyderabad FC)। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে সেটি।

তারপর মনিপুরের এই ডিফেন্ডারের যোগদানের কথা জানিয়ে দিতে পারে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে শক্তিশালী করে তুলবে দলের রিজার্ভ বেঞ্চকে। এছাড়াও আরও বেশ কয়েকজন ফুটবলারদের দিকে নজর রয়েছে নিজামের শহরের এই ক্লাবের।