গত কয়েক মরসুম ধরে একেবারেই ছন্দে নেই হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। ভারতীয় কোচ থাংবোই তত্ত্বাবধানে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও খুব একটা সুবিধা করতে পারেনি নিজামের শহরের এই ফুটবল ক্লাব। শেষ সিজনে ইন্ডিয়ান সুপার লিগের একেবারে তলানিতে থেকেই শেষ করতে হয়েছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবকে। দলের এমন পারফরম্যান্স যথেষ্ট হতাশ করেছিল সমর্থকদের। সেই হতাশা কাটিয়ে নয়া ইনভেস্টরের তত্ত্বাবধানে এবার আইএসএল খেলছে হায়দরাবাদ।
সেক্ষেত্রে এবার ও প্রথম থেকেই সিংটোর উপরেই ভরসা রেখেছিল হায়দরাবাদ এফসি। কিন্তু কাজের কাজ হয়নি। প্রথম থেকেই পরাজয়ের সম্মুখীন হতে হচ্ছিল দলকে। মাঝে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং এবং কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে সহজ জয় আসলেও পরবর্তীতে বজায় থাকেনি সেই ধারা। বর্তমানে শেষ চারটি ম্যাচেই ব্যাপকভাবে ধরাশায়ী হতে হয়েছে হায়দরাবাদ এফসিকে। যেই নিয়ে হতাশ সকলেই। এই পরিস্থিতিতে গত কয়েক কয়েকদিন আগেই থাংবোই সিংটোকে বিদায় জানিয়েছে ম্যানেজমেন্ট।
এখন নয়া কোচের দিকেই নজর রয়েছে সকলের। তবে শুধুমাত্র কোচ নয় আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বেশ কয়েকজন তরুণ ফুটবলারদের ও দলে নিতে চাইছে হায়দরাবাদ এফসি। যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে অগাস্টিন লালরোচনার নাম। বর্তমানে আইলিগের ক্লাব আইজল এফসির সঙ্গে যুক্ত রয়েছেন বছর কুড়ির এই প্রতিভাবান। ইতিমধ্যেই সেই দলের হয়ে খেলে ফেলেছেন প্রায় চারটি ম্যাচ। হিসাব অনুযায়ী আগামী বছর পর্যন্ত তাঁর সঙ্গে পাহাড়ের এই ক্লাবের চুক্তি থাকলেও বাড়তি ট্রান্সফার ফি দিয়েই তাঁকে পেতে চাইছে ম্যানেজমেন্ট।
শোনা যাচ্ছে কথাবার্তাও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। সব ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই ফিটনেস টেস্টের পর সই সাবুদ পর্ব মিটিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন অগাস্টিন।