ইন্ডিয়ান সুপার লিগে অন্যতম সাফল্য একটি দল হল হায়দ্রাবাদ এফসি (Hyderabad FC)। বছর কয়েক আগেই একের পর এক শক্তিশালী দলকে পেছনে ফেলে সেরার সেরা শিরোপা মাথায় তুলেছিল এই দল। এক্ষেত্রে অন্যতম সক্রিয় ভূমিকা ছিল কোচ মানালো মার্কেজের। বলতে গেলে তার হাত ধরেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল নিজামের শহরের এই ফুটবল দল।
বার্থোলেমিউ ওকবেচে থেকে শুরু করে একের পর এক দেশী ও বিদেশী ফুটবলারদের দাপুটে পারফরম্যান্স থেকেছে এই দলের জার্সিতে। এমনকি কত ফুটবল মরশুমেও শেষ চারের লড়াইতে ছিল হায়দরাবাদ এফসি। অনবদ্য পারফরমেন্স করলেও সেবার শেষ রক্ষা হয়নি। মূলত ট্রাইবেকার রাউন্ডে তাদের পরাজিত হতে হয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগানের কাছে। যা দেখে দলের সমর্থকেরা কিছুটা হতাশ হলেও খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াই খুশি করেছিল সকলকে।
তবে গত ফুটবল মরশুমের শেষের দিক থেকেই বেশ কিছু সমস্যায় জড়িয়ে পড়ে আইএসএলের অন্যতম এই সফল ক্লাব। আসলে অর্থনৈতিক সমস্যা প্রবলভাবে দেখা দেয় তাদের ম্যানেজমেন্টে। যার দরুন, প্রবল সমস্যায় পড়তে হয় দলের ফুটবলার থেকে শুরু করে কোচ ও সাপোর্টিং স্টাফদের। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠে যে, হায়দ্রাবাদ দলের অন্যতম চালিকাশক্তি হিসেবে থাকা কোচ মানালো মার্কেজকে দল ছেড়ে পাড়ি দিতে হয় এফসি গোয়ায়। এমনকি পরবর্তীতে আকাশ মিশ্র থেকে শুরু করে হরিচরণ নার্জারির মতো দাপুটে খেলোয়াররা যোগদান অন্য দলে। গত ফুটবল মরশুমে যে শক্তিশালী হায়দরাবাদ এফসিকে নিয়ে চিন্তায় রাতের ঘুম উড়ে যেত প্রতিপক্ষের বর্তমানে সেই হায়দরাবাদ নাকি রয়েছে লিগ টেবিলের একেবারে তলানিতে। যা অন্যতম হতাশাজনক খবর ক্লাব ফুটবলের ক্ষেত্রে।
গত কয়েকদিন আগেই ফের লাইম লাইটে উঠে আসে নিজামের শহরের এই ফুটবল ক্লাব। জানা গিয়েছিল, অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে নাকি হোটেলের যাবতীয় খরচ মেটাতে ব্যর্থ থেকেছে হায়দরাবাদ এফসি। যার দরুন আইনি সক্রিয়তার পথেই এগোতে হয়েছে হোটেল কর্তৃপক্ষকে। যা রীতিমতো হইচই ফেলে দেয় দেশের ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে। এসবের মাঝেই এবার সামনে আসছে নয়া তথ্য।
যতদূর জানা গিয়েছে এবার নাকি নয়া ইনভেস্টার খুঁজতে শুরু করেছে আইএসএল জয়ী এই ফুটবল দল। গত কয়েকদিন ধরে এই নিয়ে একাধিক সংস্থার নাম উঠে আসলেও চূড়ান্ত হয়নি কোন কিছুই। অনেকেই মনে করছিলেন আই লীগের একটি ফুটবল দলের দায়িত্বে থাকা সংস্থা নাকি এবার এই ফুটবল ক্লাবের দায়িত্ব নিতে এগিয়ে আসছে, তবে এখনো পর্যন্ত সেই নিয়ে কোন চূড়ান্ত কোন কিছু জানা যায়নি। তবে দলের স্বার্থে এবার যে এক নয়া ইনভেস্টারে খোঁজ চালাচ্ছে এই ফুটবল ক্লাব তা কিন্তু বলাই চলে। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।