দীর্ঘ প্রতীক্ষার অবসান। হায়দরাবাদ এফসিতে (Hyderabad FC) চূড়ান্ত বলেন ব্রাজিলের তারকা ফুটবলার। ব্যান ওঠার পরেই ক্লাবের পক্ষ থেকে দেওয়া হল সই সংবাদ। ইন্ডিয়ান সুপার লীগের নতুন মরসুমে এবার খেলতে দেখা যাবে ব্রাজিল থেকে আগত এই নয়া ফরোয়ার্ডকে
Felipe Amorim -কে নিশ্চিত করেছে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব হায়দরাবাদ এফসি। সোমবার বিকেলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে দলে নেওয়ার কথা। ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে একটি ভিডিও প্রতিবেদন। সেখানে ফিলিপের স্কিলের কিছু ঝলক দেখানো হয়েছে।
🔥 Brazilian flair x 2️⃣ 🔥
From 𝓑𝓻𝓪𝓼í𝓵𝓲𝓪 🇧🇷 to 𝓣𝓮𝓵𝓪𝓷𝓰𝓪𝓷𝓪 🇮🇳, with loads of experience and goals, here comes 𝗙𝗘𝗟𝗜𝗣𝗘 𝗱𝗮 𝗦𝗜𝗟𝗩𝗔 𝗔𝗠𝗢𝗥𝗜𝗠 💥💥💥
⚽ Get ready for more Samba, Hyderabad 🤩#WelcomeFelipe #TheNawabs #మనహైదరాబాద్ #HyderabadFC 💛🖤 pic.twitter.com/u5tZ831q41
— Hyderabad FC (@HydFCOfficial) August 28, 2023
৩২ বছর বয়সী ফিলিপে অতীতে যুক্ত ছিলেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লুমিনেসেতে। এই ক্লাবেই কেরিয়ারের শেষভাগে খেলেছিলেন ফুটবল কিংবদন্তি রোনালদিনহো। হায়দরাবাদ এফসির নবাগত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এই ক্লাবে সঙ্গে যুক্ত ছিলেন ২০১৬-১৯ পর্যন্ত। রোনালদিনহো ছিলেন ২০১৫ সালে।
ফ্লুমিনেসে থাকলেও এই ক্লাবের হয়ে অবদান রাখার খুব বেশি সুযোগ পাননি Felipe Amorim। বেশিরভাগ সময় লোনে কাটিয়েছেন অন্যান্য ক্লাবে। বিভিন্ন ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবে ফরোয়ার্ড হিসেবে গোল করার রেকর্ড দারুণ কিছু নয়। বরং বয়স যখন তিরিশের কোঠায়, তখন কেরিয়ারের সেরা সময় কাটিয়েছেন তিনি। এশিয়ান ফুটবলে পেয়েছেন সাফল্য। ২০২০-২১ মরসুমে জিতেছেন থাই FA Cup। থাইল্যান্ডের ক্লাব Chiangrai United এর হয়ে টানা দুই মরসুম যুক্ত ছিলেন ষাটটির বেশি ম্যাচ খেলেছেন এই ক্লাবের হয়ে। করেছেন প্রায় পনেরোটি গোল।