
শেষ রক্ষা হল না। আজ সুপার কাপের (Super Cup) দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথমার্ধের শেষে ৩-১গোল এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় ওগবেচের হায়দরাবাদ এফসি। নির্ধারিত সময়ের নিরিখে ম্যাচের ফলাফল থাকে ৩-৩ গোল। যারফলে, সুপার কাপের পরবর্তী রাউন্ডে পৌঁছোনোর রাস্তা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াল লাল-হলুদের পক্ষে।
উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওডিশা এফসির কাছে ও এগিয়ে ছিল ইমামি ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয়ার্ধে নন্দকুমারের করা গোলে সমতায় ফেরে ওডিশা। এরফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল ক্লেটনদের। তাই আজ হায়দরাবাদের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য পুরো শক্তি নিয়ে নেমেছিল স্টিফেন কনস্ট্যানটাইন। সেইমতো ম্যাচের ৪ মিনিটের মাথায় প্রতিপক্ষের গোলে বল ঠেলে দেয় নাওরেম মহেশ। যারফলে ১-০ গোলে এগিয়ে যায় ইমামি ইস্টবেঙ্গল। তারপর ১১ মিনিটের মাথায় গোল শোধ করেন সিভারিও।
কিন্তু ১৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন ভিপি সুহের। এতে ২-১ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধের ৪৪ মিনিটের মাথায় তৃতীয় গোল করেন নাওরেম মহেশ সিং। তাই প্রথমার্ধে ৩-১ এগিয়ে থাকে লাল-হলুদ।
কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে আক্রমণে জোর বাড়ায় হায়দরাবাদ। যার দরুন ৭১ মিনিটের মাথায় দ্বিতীয় গোল পান সিভারিও, ও ৮১ মিনিটে গোল তুলে নেন হায়দরাবাদের রভি। নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল থাকে ৩-৩ গোল। আগামী ১৭ তারিখ আইজল এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।










