Hugo Boumous: বিদায় অনিবার্য! শেষ হওয়ার পথে হুগো জল্পনা

   শেষ পর্যন্ত জল্পনাই হয়তো সত্যি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় জোর দাবি করা হচ্ছে, হুগো বুমোসের (Hugo Boumous) সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) সম্পর্ক ছিন্ন…

Hugo Boumous
  

শেষ পর্যন্ত জল্পনাই হয়তো সত্যি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় জোর দাবি করা হচ্ছে, হুগো বুমোসের (Hugo Boumous) সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) সম্পর্ক ছিন্ন হয়েছে পাকাপাকিভাবে। বাগান ছেড়ে কোন ক্লাবে যোগ দিচ্ছেন হুগো?

২০২৩-২৪ মরসুমের মাঝপথে ইন্ডিয়ান সুপার লিগের স্কোয়াড থেকে বুমোসকে বাদ দিয়েছিল মোহনবাগান। তারপর আর বাগানের হয়ে মাঠে নামা হয়নি তাঁর। খাতায় কলমে হুগো বুমোস মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলার হিসেবে থাকলেও দলে গুরুত্ব কমে এসেছিল ক্রমে। এই পরিস্থিতিতে ক্লাবের হয়ে কতটা খেলার সুযোগ রয়েছে সে ব্যাপারে সংশয় থেকেই যাচ্ছিল। হুগো ফর্মে থাকলে এখনও যে কোনো দলের হয়ে কার্যকর ভূমিকা নিতে পারেন।

   

Mohun Bagan: মোহনবাগানের গোলকিপার লিস্টেই নেই, অমরিন্দর অনেক এগিয়ে

মোহনবাগানের হয়ে ২০২৩-২৪ মরসুমে ম্যানেজমেন্টের প্রত্যাশা মতো খেলতে না পারলেও অনুশীলনে পরিশ্রম করেছিলেন। ক্লাবের প্রতি তাঁর আবেগের বহিঃপ্রকাশ হয়েছিল মাঠেই। মোহনবাগান সমর্থকদের অনেকেই চেয়েছিলেন হুগোকে রেখেই দল সাজাক লোপেজ হাবাস। তেমনটা হয়নি। জনি কাউকো হুগোর জায়গায় মানিয়ে নিয়েছিলেন। জনি কাউকোকে নিয়েও রয়েছে প্রশ্ন।

২০২৪-২৫ মরসুমে ফিনল্যান্ডের এই মিডফিল্ডারকে আদৌ সবুজ মেরুন জার্সি পরে মাঠে দেখা যাবে কি না সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। কাউকো-প্রশ্নের কারণে বৃদ্ধি পেয়েছিল হুগো সম্পর্কিত জল্পনা। হুগো নিজে কী চাইছেন সেটাও একটা বিষয়।

Mohun Bagan: ক্লাবে এসেই CFL জয়ের চ্যালেঞ্জ নিলেন বাগানের নতুন কোচ

ওদিকে জানা শোনা গিয়েছিল ওডিশা এফসি কোচ বদল করছেন না। আগামী মরসুমের জন্যও ক্লাব ভরসা রাখছে সের্জিও লোবেরার ওপর। লোবেরার কোচিংয়ে হুগো আগে খেলেছেন। সেহেতু গুরু শিষ্যকে আবারও এক দলের দেখতে পাওয়ার প্রবল সম্ভবনা ছিলই। সেই সম্ভাবনা ক্রমে বৃদ্ধি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন জোর দাবি করা হচ্ছে, হুগো পরের মরসুমে খেলবেন ওডিশা এফসির হয়ে. যদিও ওডিশা এফসি কিংবা মোহনবাগান সুপার জায়ান্ট, কোনো ক্লাবের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি।