Hugo Boumous: হুগো বুমোসকে নিয়ে বাড়ছে ধোঁয়াশা

Hugo Boumous isl career in doubt

ইন্ডিয়ান সুপার লিগে খেলা অন্যতম সেরা বিদেশি ফুটবলার হুগো বুমোস (Hugo Boumous)। অনিশ্চিত তাঁর কেরিয়ার। আগামী মরসুমে কোন ক্লাবের হয়ে খেলবেন সে ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এ বছর শেষ হওয়া মরসুমের মাঝামাঝি সময়ে মোহনবাগান সুপার জায়ান্টের মূল দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল হুগো বুমোসকে। তারপর থেকে আর মাঠে নামা হয়নি তাঁর। আগামী দিনে কোনো ক্লাবের হয়ে খেলতে পারেন সে ব্যাপারেও নেই নিশ্চিয়তা।

   

Odisha FC: ডুরান্ড জয়ী ফুটবলারকে দলে নিচ্ছে ওডিশা

কিছু দিন আগেও শোনা গিয়েছিল হুগোকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাতে পারে বেঙ্গালুরু এফসি। এই জল্পনার পিছনে সঙ্গত কারণ রয়েছে। বেঙ্গালুরু এফসি নতুন মরসুমের আগে ঢেলে দল সাজাচ্ছে। দলে আসতে চলেছেন নতুন বিদেশি ফুটবলার। মাঝমাঠেও বদল হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে হুগো হতে পারেন উপযুক্ত ফুটবলার।

Hira Mondal: হীরা মন্ডল এখন কী করছেন? নিজেই দিলেন আপডেট

হুগো নিজে কোন দলে যেতে চাইছেন সেটাই প্রশ্ন। পুরোনো দলের সঙ্গে যুক্ত থাকতে চাইবেন নাকি যোগ দেবেন অন্য কোনো দলে? মোহনবাগান সুপার জায়ান্ট আসন্ন মরসুমে এএফসি টুর্নামেন্ট খেলবে। ঘরোয়া টুর্নামেন্ট ও আন্তর্জাতিক টুর্নামেন্ট মিলিয়ে বাড়তি বিদেশি ফুটবলার স্কোয়াডের সঙ্গে যুক্ত রাখতে হবে। ব্যাক-আপ অপশন হিসেবে হুগো ক্লাবের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা বাজিয়ে দেখতেই পারেন। খারাপ ফর্ম ঝেড়ে ফেলে নিজেকে আবার প্রমাণ করার তাগিদ দেখা পারেন হুগো বুমোস। নাহলে যেতে পারেন অন্য ক্লাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন