Mohun Bagan: মাঠে না গিয়েও কীভাবে দেখবেন মোহনবাগান-আহাল ম্যাচ?

কিছু ঘন্টা বাকি। তারপরেই এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ের অভিযান শুরু করবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে তুর্কমেনিস্তানের শক্তিশালী ফুটবল ক্লাব…

How to Watch Mohun Bagan vs Ahal FC Live Stream AFC CL Two 2025

কিছু ঘন্টা বাকি। তারপরেই এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ের অভিযান শুরু করবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে তুর্কমেনিস্তানের শক্তিশালী ফুটবল ক্লাব আহাল এফকে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের মধ্যে দিয়েই এবার এএফসির মঞ্চে লড়াই শুরু করতে চলেছে সবুজ-মেরুন। বলাবাহুল্য, বাগানের গ্ৰুপে অন্যান্য বারের মতো এবারও শক্তিশালী দল থাকলেও অন্যান্য প্রতিপক্ষদের তুলনায় এবার অপেক্ষাকৃত সহজ হতে চলেছে আহাল ম্যাচ। যদিও প্রতিপক্ষকে কিছুতেই সহজ ভাবে নিচ্ছেন না সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা।

Advertisements

ডুরান্ড কোয়ার্টার ফাইনালের হতাশা ভুলে এবার এই ম্যাচে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর জেসন কামিন্সরা। সেইমতো বিগত কয়েক সপ্তাহ ধরে খেলোয়াড়দের প্রস্তুত করেছেন গতবারের আইএসএল জয়ী কোচ। তবে ভারতীয় তারকা মনবীর সিংয়ের অনুপস্থিতি কিছুটা হলেও চাপে রাখতে পারে মেরিনার্সদের। তবে সেইসব ভুলে তাঁর বিকল্প ফুটবলারকে মাঠে নামিয়েই বাজিমাত করতে চাইবেন বাগান কোচ। এখন সেদিকেই নজর থাকবে সকলের। শোনা যাচ্ছে এক্ষেত্রে মূলত তিন বিদেশি ফুটবলারদের রেখেই হয়তো প্রথম একাদশ সাজাতে পারেন মোলিনা।‌

   

সেইমতো প্রথম থেকেই দেখা যেতে পারে দলের দুই বিদেশি ডিফেন্ডার তথা আলবার্তো রদ্রিগেজ এবং টম অলড্রেডকে। এছাড়াও আক্রমণভাগে চাপ বাড়ানোর জন্য রাখা হতে পারে অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী খেলোয়াড়দের বদল করার সিদ্ধান্ত নিতে পারেন মোলিনা। অন্যদিকে, পূর্ন শক্তি প্রয়োগ করেই অ্যাওয়ে ম্যাচে জয় পেতে চাইবেন আহাল কোচ। বলতে গেলে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন‌। যেদিকে তাকিয়ে থাকবেন সকল ফুটবলপ্রেমীরা।

তবে মাঠে যাওয়া সম্ভব না হলেও অনলাইনে প্রিয় দলের খেলা উপভোগ করতে পারবেন সমর্থকরা। গত কয়েকদিন আগেই এসিএলে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য বিশেষ পাস চালু করেছে ফ্যান কোড। সেই অনুযায়ী ৬৯ টাকার বিনিময়ে ম্যাচ পাস সংগ্রহ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। সেই সুযোগ কাজে লাগিয়ে অনায়াসেই বাড়িতে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবল অনুরাগীরা।

❓ FAQs on Mohun Bagan vs Ahal FC Live

🔹 Q1: কখন হবে মোহনবাগান বনাম আহাল এফসি ম্যাচ?
👉 ম্যাচটি মঙ্গলবার, 16 সেপ্টেম্বর, রাত ৭:৩০ টায় শুরু হবে।

🔹 Q2: Mohun Bagan vs Ahal FC ম্যাচ কোথায় লাইভ টেলিকাস্ট হবে?
👉 Sports18 TV চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে।

🔹 Q3: Mohun Bagan vs Ahal FC লাইভ স্ট্রিমিং কোন অ্যাপে পাওয়া যাবে?
👉 FanCode App & Website-এ ম্যাচটির লাইভ স্ট্রিমিং হবে।

🔹 Q4: FanCode-এ ম্যাচ দেখতে কি সাবস্ক্রিপশন লাগবে?
👉 হ্যাঁ, FanCode Match Pass বা সাবস্ক্রিপশন প্রয়োজন হবে।

🔹 Q5: ম্যাচ আপডেট কোথায় পাওয়া যাবে?
👉 Google, Twitter (X) ও স্পোর্টস নিউজ পোর্টালগুলোতে পাওয়া যাবে।

⚽ Match Preview: Mohun Bagan vs Ahal FC

মোহনবাগান সুপার জায়ান্ট এবারের AFC Champions League Two-তে প্রথম ম্যাচ খেলতে নামছে তুর্কমেনিস্তানের আহাল এফসির বিরুদ্ধে। যুবভারতীতে এই ম্যাচ জয়ের মাধ্যমে সবুজ-মেরুনের লক্ষ্য বড় ব্যবধানে শুরু করা।

📌 Keywords: Mohun Bagan vs Ahal FC live, AFC Champions League Two, FanCode Mohun Bagan live stream, Sports18 Mohun Bagan telecast