সাবস্ক্রিপশন ছাড়াই ফ্রিতে কোথায় দেখবেন ভারত-পাক মহারণ? শীঘ্রই জেনে নিন

how to watch India vs Pakistan in Asia Cup Final Livestreaming it for free

আসন্ন ক্রিকেট মহাযুদ্ধের অপেক্ষা ফুরিয়ে এসেছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় টসের মাধ্যমে শুরু হবে ২০২৫ এশিয়া কাপের ফাইনাল (Asia Cup Final) ম্যাচ। মুখোমুখি হবে ক্রিকেট জগতের দুই রীতিমতো রাইজিং পাওয়ার ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। ভারতীয় সময় রাত ৮টায় ২২ গজে গড়াবে ম্য়াচ (Indian Cricket Team)। ক্রিকেটপ্রেমীরা বিশ্বের নানা প্রান্ত থেকে ফাইনাল ম্যাচের (Livestreaming) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন (India Cricket News)। যাঁদের কাছে SonyLIV অ্যাপ নেই, তাঁদের জন্য রয়েছে সুখবর (Bengali Sports News)।

ভারতের অপ্রতিদ্বন্দ্বী ফর্ম

টুর্নামেন্টের পুরো ইতিহাসে ভারত আজ পর্যন্ত একটাও ম্যাচ হারে নি। ফাইনালে ওঠার পথে অবিচলিত মনোবল ও কৌশল প্রদর্শন করেছে সুনামধন্য ভারতীয় দল। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলের মধ্যে রয়েছে অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ প্রমুখ, যারা গত ম্যাচগুলোতে তাদের দক্ষতা ও ধারাবাহিকতা বজায় রেখেছে। বিশেষ করে বুমরাহ ও বরুণের বোলিং ভারতের শক্তি হিসেবে কাজ করেছে।

   

পাকিস্তানের শক্তিশালী লড়াই

পাকিস্তানও কম কিছু নয়। টুর্নামেন্টে ছয় ম্যাচের মধ্যে চার জয়ের পরিপ্রেক্ষিতে তারা ফাইনালে উঠে এসেছে। যদিও দুবার ভারতের কাছে হেরেছে পাকিস্তান দল, তবুও তারা আশাবাদী নিজেদের শেষ ম্যাচে সেরাটা উপস্থাপন করার জন্য। সলমান আলি আঘা, ফখর জামান, হাসান আলি, শাহিন আফ্রিদি এবং ফাহিম আশরফের মতো ক্রিকেটাররা আজকের ম্যাচে ঝড় তুলতে প্রস্তুত। পাকিস্তানের তরুণ শক্তি ও অভিজ্ঞতার মেলবন্ধন আজকের ম্যাচকে করে তুলবে নিঃসন্দেহে উত্তেজনাপূর্ণ।

কোথায় দেখতে পারবেন ফাইনাল?

২০২৫ এশিয়া কাপের সম্প্রচার অধিকারের মালিক সোনি স্পোর্টস নেটওয়ার্ক। লাইভ স্ট্রিমিংয়ের জন্য Sony LIV অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ম্য়াচ দেখা যাবে। তবে যাঁদের কাছে এই অ্যাপ নেই কিংবা যারা সাবস্ক্রিপশন দিয়ে দেখতে চান না, তাঁদের জন্য দারুণ সুখবর, কারণ ডিডি স্পোর্টস (DD Sports) চ্যানেলে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে সম্পূর্ণ ফ্রি।

ক্রিকেটপ্রেমীরা সহজেই তাদের টিভির পর্দায় কিংবা ফ্রি-টু-এয়ার ডিডি স্পোর্টস চ্যানেলে ক্লিক করেই উপভোগ করতে পারবেন এশিয়া কাপের সবচেয়ে বড় লড়াই। এটি এক ধরণের সুযোগ, যেখানে এক টাকাও খরচ না করে আন্তর্জাতিক মানের ক্রিকেট উপভোগ করা যাবে। এদিনের ম্যাচ ক্রিকেটের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করবে। কারণ ৪১ বছরের এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ফলে আজকের ম্যাচ শুধু এক ক্রিকেট ম্যাচ নয়, বরং দুই দেশের ক্রিকেট প্রেমীদের আবেগের লড়াই।

how to watch India vs Pakistan in Asia Cup Final Livestreaming it for free

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous article“জয় নয় তো বিদায়!” বিহারে একক লড়াইয়ে PK-র হুংকার
Next articleনতুন প্রজন্মের Hyundai i20 আসছে, এদেশে টেস্টিংয়ে ধরা দিল
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।