বিগত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদশের দুই ম্যাচের টেস্ট সিরিজ (IND vs BAN Live Streaming)। চেন্নাইয়ে প্রথম টেস্ট খেলার পর এই মুহূর্তে উত্তরপ্রদেশে কানপুরে বসেছে দ্বিতীয় টেস্টের আসর। তবে শুধুমাত্র টেস্ট সিরিজই নয়, ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ। টেস্ট সিরিজে বাংলাদেশের ওপর একপ্রকার ‘ছড়ি’ ঘোরানোর পর টি টোয়েন্টি সিরিজ নিয়েও বেশ উচ্ছ্বসিত রয়েছেন ভারতীয় সমর্থকরা। আসলে ঘরের মাঠের লাল বলের ক্রিকেটের পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও প্রতিপক্ষকে নাস্তানাবুদ হতে দেখতে চান তাঁরা। ভারত ও বাংলাদেশ এখনও পর্যন্ত ১৪টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ১৩টিই টেস্ট জিতেছে ভারত, বাংলাদেশের পক্ষে শুধুমাত্র একটি টি টোয়েন্টি জয় করা সম্ভব হয়েছে। তাই সাম্প্রতিককালে আয়ারল্যান্ডকে হারিয়ে এই মুহূর্তে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দলকে খাতায়-কলমে আরও একবার বুঝে নিতে চায় রোহিত শর্মা এন্ড কোম্পানি। সবার পক্ষে মাঠে গিয়ে খেলা দেখা সম্ভব হবে না। তাহলে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের লাইভ স্ট্রিমিং দেখবেন কোথায়? চলুন জেনে নেওয়া যাক।
Except @JioCinema all app streams on 4G. Pathetic app for live streaming, they got the biggest streaming rights but lacks infrastructure to manage the load. #CricketTwitter 📸 @JioCinema #JioCinemaSports #INDvsBAN #INDvsBANTEST @BCCI pic.twitter.com/QotTyaOueN
— Cricket Vibes_Arjav (@IamArjav) October 1, 2024
ভারত বনাম বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচগুলি ভারতীয় সময় রাত ৭টা থেকে শুরু হবে। প্রথম টি টোয়েন্টি হবে গোয়ালিয়র স্টেডিয়ামে, দ্বিতীয় টি টোয়েন্টি হবে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ৬ অক্টোবর হলেও দ্বিতীয় ম্যাচটি ৯ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। প্রথম এবং দ্বিতীয় ম্যাচের মত তৃতীয় টি টোয়েন্টি ম্যাচেও একটু সময়ের গ্যাপ রাখা হয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এই সিরিজের তৃতীয় এবং শেষ টোয়েন্টি ম্যাচটি খেলা হবে ১২ই অক্টোবর।
IND vs BAN: বৃষ্টিই ভারতের জন্য বিপদের কারণ, ১৭ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ
তবে ভারতীয় সমর্থকদের জন্য আরও একবার সুখবর। আইপিএলের পর এবার বর্তমান ভারত বনাম বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ (IND vs BAN Live Streaming) দেখা যাবে একদম বিনামূল্যে। টেস্ট সিরিজের মতই টি টোয়েন্টি সিরিজও সমর্থকদের দেখার ব্যবস্থা করছে মুকেশ আম্বানির সংস্থা রিয়ালেন্স। বর্তমানে জিও সিনেমা অ্যাপের মাধ্যমে জিও সিনেমায় ভারত ও বাংলাদেশের টেস্ট সিরিজের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন দর্শকরা। বাড়িতে বসেই মোবাইল ছাড়াও ল্যাপটপ ও স্মার্ট টিভিতেও জিও সিনেমা অ্যাপ ব্যবহার করা যাবে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টির জন্য ভারতীয় স্কোয়াড
নীতিশ কুমার রেড্ডি , রিংকু সিং, সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), আকাশদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণই, বরুন চক্রবর্তী।
ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল হাসান, তানজিদ হাসান, তানজিদ হাসান , রকিবুল হাসান।