আগামী শনিবার নিজেদের ঘরের মাঠে পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী চেন্নাইয়িন এফসির বিপক্ষে। গত জামশেদপুর ম্যাচের পর ঘরের মাঠে এই ম্যাচ জেতাই অন্যতম লক্ষ্য জোসে মোলিনার। সেইমতো গোটা দলকে অনুশীলন করাচ্ছেন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ। আগত এই ম্যাচ জিতলে ইন্ডিয়ান সুপার লিগের শীর্ষে নিজেদের অবস্থান অনেকটাই পাকা করে ফেলবে গতবারের লিগশিল্ড জয়ীরা। সেদিকেই নজর সকল সমর্থকদের।
সেইমতো বুধবার সকাল থেকেই শুরু হয়ে যাবে এই ম্যাচের অফলাইন টিকিট বিক্রি। মঙ্গলবার রাতে সেই সম্পর্কিত তথ্যই আপলোড করা হয় বাগানের অফিসিয়াল সাইটে। দিন কয়েক আগে থেকেই অনলাইনে বিকোতে শুরু করেছিল ছিল ম্যাচের টিকিট। এবার ২৭শে নভেম্বর থেকে মিলতে চলেছে অফলাইন টিকিট। ঘোষণা অনুযায়ী ২৭শে নভেম্বর থেকে আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত মোহনবাগান ক্লাব তাঁবু থেকে মিলবে এই হাইভোল্টেজ ম্যাচের অফলাইন টিকিট। এক্ষেত্রে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাব টেন্টের বক্স অফিস থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা।
পাশাপাশি সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের ৪ নম্বর গেট থেকে ও টিকিট সংগ্রহ করতে পারবেন সবুজ-মেরুন সমর্থকরা। এক্ষেত্রে ও সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিলবে ম্যাচ টিকিট। অফলাইন টিকিটের পাশাপাশি অনলাইন টিকিট রিডিম ও করতে পারবেন সকল সমর্থকরা। তবে এই পরিষেবা মিলবে আগামী ২৮শে নভেম্বর পর্যন্ত। যারফলে অনায়াসেই নিজেদের সুবিধা অনুযায়ী টিকিট সংগ্রহ করতে পারবে আপামর বাগান জনতা।
চোটের সমস্যার জন্য গত দুইটি ম্যাচে সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামতে পারেননি স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্ট। তবে সময়ের সাথে সাথেই ক্রমশ সুস্থ হয়ে উঠছেন এই তারকা ফুটবলার। গত মঙ্গলবার দলের সঙ্গে ব্যাপকভাবে অনুশীলন ও করতে দেখা গিয়েছিল এই বিদেশি ফুটবলারকে। পরবর্তীতে আইস প্যাক নিয়ে তিনি মাঠ ছাড়লেও তাঁকে নিয়ে যথেষ্ট ইতিবাচক সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।