Durand Cup: কীভাবে সংগ্রহ করবেন ডুরান্ড কাপের প্রথম ম‍্যাচের টিকিট? জানুন বিস্তারিত

Durand Cup

আগামী ১৬ আগষ্ট সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে শুরু হতে চলেছে ১৩১ তম ডুরান্ড কাপ (Durand Cup)। প্রথম ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট এফসি গোয়া বনাম মহামেডান স্পোর্টিং।ইতিমধ্যে এই ম‍্যাচের টিকিট ছাড়া হয়েছে।এবং শহরের ফুটবল প্রেমী মানুষেরা টিকিট কেনার জন্যে খোঁজের শুরু করেছে, আসুন জেনে নেওয়া যাক কিভাবে সংগ্রহ করবেন এবারের ডুরান্ডের প্রথম ম‍্যাচের টিকিট।

Advertisements

যারা ইতিমধ্যে অনলাইন টিকিট কেটেছেন,তারা টিকিট সংগ্রহ, অর্থাৎ রিডিম করতে পারবেন যুবভারতীর ৪ নম্বর গেটের পাশে যে বক্স অফিস রয়েছে ,সেই বক্স অফিস ২ থেকে, ১১ ই আগষ্ট থেকে ১৪ ই আগষ্ট অবধি সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা অবধি।

Advertisements

এছাড়াও মহামেডান স্পোর্টিং ক্লাবের ক্লাব টেন্ট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ১১ ই আগষ্ট থেকে ১৬ ই আগষ্ট অবধি সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা অবধি।যুবভারতীতে ম‍্যাচ ডে’র দিন কোনও রকম টিকিট দেওয়া হয়না।ম‍্যাচডে’র দিন টিকিট কিনতে হলে যেতে হবে মহামেডানের তাঁবুতে, সেখান থেকে সংগ্রহ করা যাবে টিকিট।