HomeSports Newsহাতে পাবেন ভারত-কুয়েত ম্যাচ টিকিট, কোথায় এবং কতক্ষণ?

হাতে পাবেন ভারত-কুয়েত ম্যাচ টিকিট, কোথায় এবং কতক্ষণ?

- Advertisement -

অবশেষে মিলছে টিকিট। এবার যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস থেকে অনলাইন টিকিট (India vs Kuwait) সংগ্রহ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। সেইমতো আজ থেকেই স্টেডিয়ামের টিকিট কাউন্টার গুলি থেকে শুরু হয়েছে টিকিট বিতরণ। যতদূর জানা গিয়েছে, সকাল ১১ টা থেকে শুরু করে বিকেল ৬টা পর্যন্ত নিজেদের টিকিট তুলে নিতে পারবেন সকলে। স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে দেওয়া শুরু হয়েছে অনলাইন টিকিট।‌ যারফলে, বেশ কয়েকদিনের অপেক্ষার পর এবার এই ম্যাচের টিকিট হাতে পেতে চলেছেন সকলে।

আগামী ৬ জুন সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামছে ব্লু-টাইগার্স। পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে এই ম্যাচে জয় পেতেই হবে ভারতীয় দলকে। তাছাড়া ভারতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলবেন অধিনায়ক সুনীল ছেত্রী। যারফলে, আরো প্রবল ভাবে দেখা দিয়েছে উন্মাদনা।

   

শেষবারের মতো দেশের জার্সিতে এই তারকাকে দেখতে মরিয়া সকলে। তাই বহু আগে থেকেই এই ম্যাচের টিকিটের চাহিদা ছিল চরমে। কয়েকদিন আগে থেকেই অনলাইন মাধ্যমে ছাড়া হয় এই ম্যাচের টিকিট। তবে নিমেষে শেষ হয়ে যায় সেগুলি। পরবর্তীতে রাতের দিকে ফের ছাড়া হয় ম্যাচ টিকিট। দ্বিতীয়বারে ও নিমেষে সোল্ড আউট হয়ে যায় সেগুলি।

কিন্তু কবে থেকে দেওয়া হবে অফলাইন টিকিট? সেই নিয়ে এখনো কিছু জানা যায়নি। আগামী কয়েক দিনের মধ্যেই হয়তো জানানো হবে সেই বিষয়টি।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular