১০ বলে খেলা শেষ! ইতিহাস লিখলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার

আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া বাছাইপর্বের একটি ম্যাচে মঙ্গোলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে হংকং (Hong Kong) ক্রিকেট দল। এই ম্যাচে জয়ের জন্য ১৮ রানের টার্গেট পেয়েছিল…

Hong Kong Cricket

আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া বাছাইপর্বের একটি ম্যাচে মঙ্গোলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে হংকং (Hong Kong) ক্রিকেট দল। এই ম্যাচে জয়ের জন্য ১৮ রানের টার্গেট পেয়েছিল হংকং।

নাইট রাইডার্সের হয়ে খেলেই অবসর, ঘোষণা ক্যারিবিয়ান তারকার

   

৩১ অগস্ট (শনিবার) কুয়ালালামপুরের বায়োমাস ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় হংকং। হংকংয়ের সিদ্ধান্ত পুরোপুরি সঠিক বলে প্রমাণিত হয়েছে। মাত্র ১৪.২ ওভারে ১৭ রানে ধসে পড়ে মঙ্গোলিয়ার দল। মঙ্গোলিয়ার কোনও ব্যাটসম্যানই দশম অঙ্ক ছুঁতে পারেননি।

মঙ্গোলিয়ার হয়ে মোহন বিবেকানন্দ ১৮ বলে সর্বোচ্চ ৫ রান করেন। এছাড়া লুভসানজুনডুই এরদেনবুলগান, দাভাসুরেন জামিয়ানসুরেন ও গ্যান্ডেম্বেরেল গেমবোল্ডের ব্যাট থেকে ২টি করে রান সংগ্রহ করেন। হংকংয়ের হয়ে এহসান খান ৫ রানে ৪ উইকেট নেন। দু’টি করে উইকেট নেন আনাস খান ও ইয়াসিম মুর্তজা। তবে এত কিছুর মাঝেও ফাস্ট বোলার আয়ুশ শুক্লা ৪ ওভারে কোনো রান না দিয়ে এক উইকেট তুলে নেন।

ভারতীয় বংশোদ্ভূত আয়ুষ শুক্লা তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার ওভার মেডেন বোলিং করেছেন। এর আগে এই কীর্তি গড়তে পেরেছিলেন কেবল সাদ বিন জাফর (কানাডা) ও লকি ফার্গুসন (নিউজিল্যান্ড)। ২০২১ সালে কুলিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউএস রিজিয়ন কোয়ালিফায়ারের ম্যাচে পানামার বিরুদ্ধে ৪-৪-০-২ স্পেল করেছিলেন সাদ জাফর। একই সঙ্গে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন লকি। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪-৪-০-৩ স্পেল করেছিলেন লকি।

গেইলের ৬ মারার রেকর্ড ভাঙলেন নাইট রাইডার্সের ব্যাটার, অনায়াসে জয় পেল দল

হংকংয়ের হয়ে জিশান আলি ১৫ ও অধিনায়ক নিজাকাত খান ১ রানে অপরাজিত থাকেন। জেমি অ্যাটকিনসন (২) একমাত্র ব্যাটসম্যান হিসেবে আউট হন। ১১০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় হংকং। বলের দিক থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তৃতীয় বৃহত্তম জয়। এক্ষেত্রে ১১৮ বল বাকি থাকতেই আইল অব ম্যানকে হারানো স্পেন দলই এগিয়ে আছে সামনের সারিতে। স্পেন ও আইল অফ ম্যানের মধ্যকার সেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচটি হয়েছিল ২০২৩ সালে। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জাপান দল, চলতি বছরের মে মাসে মঙ্গোলিয়ার বিপক্ষে ১১২ বল বাকি থাকতেই তারা জয়লাভ করেছিল।